নয়াদিল্লি : বিগত কয়েক বছর ধরে ভারতে হু হু করে বেড়েছে ক্রেডিট কার্ডের ব্যবহার। ২০২৪ সালে ভারতে ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্য়া ১০ কোটি ছুঁয়ে গেছে। এখন মানুষের ফোন কেনা হোক বা টিভি বা অন্য কোনো জিনিস, ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়ে গেছে।


ক্রেডিট কার্ড ব্যবহার করার পর ব্যবহারকারীকে সেই বিল মেটাতে হয়। ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করার সময় দু'টি অ্য়ামাউন্ট দেখতে পাওয়া যায়। যার মধ্যে একটি টোটাল আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট (Total Outstanding Amount)। অন্যদিকে মিনিমাম অ্যামাউন্ট ডিউ (Minimum Amount Due) নজর আসে।


টোটাল আউটস্ট্যান্ডিং-এর অর্থ আপনি এক মাসে আপনার ক্রেডিট কার্ডে যে পরিমাণ টাকা খরচ করেছেন, তার পুরো বিল। অন্যদিকে, মিনিমাম ডিউ অ্যামাউন্ট যা আপনাকে ক্রেডিট কার্ডের ব্যবহার চালিয়ে যেতে বিল পরিশোধের শেষ তারিখ পর্যন্ত যেটা ভরে যেতে হবে।


প্রায়শই মানুষের মনে একটি প্রশ্ন জাগে যে ন্যূনতম বকেয়া অর্থ (Minimum Amount Due) প্রদান করা ঠিক হবে নাকি এর কিছু অসুবিধা আছে। প্রথমে জেনে নেওয়া যাক মিনিমাম অ্য়ামাউন্ট ডিউ-র অর্থ কী। প্রকৃতপক্ষে, এই অর্থ প্রদান করা হয় যখন আপনার কাছে সম্পূর্ণ বিল পরিশোধ করার জন্য টাকা থাকে না। সাধারণত ন্যূনতম পরিমাণ বা মিনিমাম অ্য়ামাউন্ট হচ্ছে আপনার মোট পরিমাণ বা টোটাল অ্যামাউন্টের মাত্র ৫ শতাংশ। কিন্তু যদি আপনার মোট বকেয়া বেশি হয় তাহলে বকেয়া ন্যূনতম পরিমাণ (Minimum Amount) কম হতে পারে। মিমিমাম অ্য়ামাউন্ট ডিউ দিলে আপনি কোনো অতিরিক্ত জরিমানার সম্মুখীন হবেন না। আপনি বিল পরিশোধ করতে ব্যর্থ হলে তখনই তা আরোপ করা হয়। কিন্তু Minimum Amount Due- দেওয়া আপনার পক্ষে ক্ষতির। আপনি এতে যে পরিমাণ অর্থ প্রদান করবেন তার পরে, আপনাকে অবশিষ্ট অর্থের উপর ৩ থেকে ৪ শতাংশ অতিরিক্ত মাসিক সুদ দিতে হবে। অর্থাৎ সারা বছর ৩০-৪০ শতাংশ অতিরিক্ত সুদ দিতে হবে।


আপনার কাছে অন্য কোনো বিকল্প না থাকলে ন্যূনতম বকেয়া অর্থ (Minimum Amount Due) পরিশোধ করাই উত্তম। কিন্তু আপনি যদি সম্পূর্ণ বিল পরিশোধ করার অবস্থায় থাকেন তাহলে আপনার শুধুমাত্র সম্পূর্ণ বিল পরিশোধ করাই উচিত। এর সঙ্গে আপনাকে বাড়তি সুদ দিতে হবে না এবং আপনার ক্রেডিট কার্ডের লিমিটও অক্ষত থাকবে। এবং আপনার ক্রেডিট স্কোরেও বিরুপ প্রভাব পড়বে না।