PPF Calculator: দেরি করলে সুযোগ হাতছাড়া হবে। ৫ এপ্রিলের আগে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে  Public Provident Fund (PPF) টাকা রাখলে লাভের অঙ্ক হবে সবথেকে বেশি। জেনে নিন, কীভাবে বাস্তব হবে এই স্কিম। 


Public Provident Fund: ভাল সুদের সঙ্গে আয়করে ছাড়
নতুন আর্থিক বছরে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF) বিনিয়োগ করলে আয়করের হাত থেকে বাঁচতে পারবেন আমানতকারী। সঙ্গে তিনি পাবেন 7.1 শতাংশ সুদ। সরকারি এই যোজনায় টাকা রাখেন বহু মানুষ। ঝুঁকিহীন বিনিয়োগের পাশাপাশি আর্থিক সুরক্ষা দেয় এই স্কিম। পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সর্বাধিক লাভ পেতে ৫ এপ্রিলের আগে বিনিয়োগ করা উচিত লগ্নিকারীদের। যারা কিস্তিতে বিনিয়োগ করার পরিকল্পনা করছেন, তাদেরও প্রতি মাসের ৫ তারিখের আগে করা উচিত এই কাজ। জেনে নিন ৫ তারিখের আগে PPF-এ বিনিয়োগ করলে কত বেশি টাকা পাবেন আপনি।


PPF Interest Rate: ২৫ বছর থেকে শুরু করতে পারেন বিনিয়োগ
এই সরকারি স্কিমে যত তাড়াতাড়ি আপনি টাকা রাখবেন, তত বেশি সুবিধা পাবেন। প্রতি বছর এই অ্যাকাউন্টে ১.৫ লক্ষ টাকা করে রাখলে ৫৫ বছরে আপনি কোটিপতি হয়ে যাবেন। মানে অবসর জীবনের ৫ বছর আগেই এই অর্থ লাভ করবেন আপনি।


PPF থেকে কীভাবে পাবেন সর্বোচ্চ টাকা ?
নিয়ম অনুসারে প্রতি মাসের ১ থেকে ৫ তারিখে অ্যাকাউন্টে অর্থের ওপর সুদের হিসেব হয়। আপনি যদি ৫ তারিখের মধ্যে PPF অ্যাকাউন্টে টাকা ফেলেন, তাহলে সেই মাসের সুদ পেয়ে যাবেন। এই জমানো টাকাটাই যদি আপনি ৬ তারিখ ফেলেন তাহলে পরের মাসে সুদ পাবেন গ্রাহক। 


PPF Interest Rate: এই হিসেবে আসবে টাকা
উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি বিনিয়োগকারী ৫ এপ্রিলের আগে PPF অ্যাকাউন্টে একসঙ্গে ১.৫ লক্ষ টাকা জমা করেন, তবে এটি এপ্রিল থেকে জুনের ত্রৈমাসিকের জন্য বার্ষিক ৭.১ শতাংশ সুদ দেবে। এপ্রিল মাসের জন্য, ৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে ন্যূনতম ব্যালেন্সে সুদ গণনা করা হবে। যা এই ক্ষেত্রে ১.৫ লক্ষ টাকা। কতটাকা পাবেন সুদ: ১,৫০,০০০x৭.১ শতাংশ/১২= ৮৮৭.৫০ টাকা।


PPF Update: কীভাবে হতে পারে লোকসান ?
মাসিক ভিত্তিতে সুদ গণনা করা হলে ১২ দিয়ে ভাগ করতে হয় এই ক্ষেত্রে। অতএব, বিনিয়োগকারী এপ্রিল মাসের জন্য ৮৮৭ টাকা সুদ পাবেন। ত্রৈমাসিকের বাকি মাসগুলিতে একই পরিমাণ সুদ পাবেন বিনিয়োগকারী। কারণ এই তিন মাসে সুদের হার অপরিবর্তিত থাকবে। যদি ৫ এপ্রিলের পরে কোনও ব্যক্তি টাকা জমা করেন, সেই ক্ষেত্রে বিনিয়োগকারী এপ্রিল মাসের জন্য সুদ পেতেন না।এটি আমানতের উপর বিশাল প্রভাব ফেলে। কারণ পিপিএফ অ্যাকাউন্টে ১৫ বছরের লক-ইন পিরিয়ড রয়েছে। এরফলে দীর্ঘ মেয়াদে চক্রবৃদ্ধির হারে সুদের ফলে বিনিয়োগকারী প্রচুর অর্থ হারাবেন।


Public Provident Fund: আয়করে ছাড়


নিয়ম অনুসারে পিপিএফ-এ আপনি সর্বোচ্চ বছরে ১.৫ লক্ষ টাকা জমাতে পারেন। এই পুরো টাকাটাই চাইলে আয়কর ছাড় পেতে পারেন আমানতকারী। সেই ক্ষেত্রে নতুন অর্থবর্ষ শুরু হওয়ার ১-৫ এপ্রিলের মধ্যে পুরো টাকা জমা দিতে হবে আপনাকে। নতুবা প্রতি মাসের ৫ তারিখের মধ্যে এই টাকা অ্যাকাউন্টে জমাতে হবে। তাহলেই পুরো টাকায় কর ছাড় পাবেন গ্রাহক।