India Post Update: পোস্ট অফিসের (Post Office) আমানতকারীদের জন্য সুখবর। স্বল্প সঞ্চয় প্রকল্পে পুরোনো সুদের হারই বহাল রাখল ইন্ডিয়া পোস্ট (India Post)। ফলে ২০২২-২৩ অর্থবর্ষেও পাবলিক প্রভিডেন্ট ফান্ড ,সুকন্য সমৃদ্ধি যোজনা ছাড়াও অন্যান্য সঞ্চয় প্রকল্প আগের সুদের হারই পাবেন বিনিয়োগকারীরা। এপ্রিল-জুনের ত্রৈমাসিকে এই সুদের হার বজায় থাকবে।


Post Office Interest: কোন স্কিমে কত সুদ ?
নতুন নিয়ম অনুসারে, পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পগুলিতে জানুয়ারি-মার্চ 2022 ত্রৈমাসিকে যারা নতুন বিনিয়োগ করেছেন, তারাও আগের ত্রৈমাসিকের মতো একই সুদের হার পাবেন৷
বিজ্ঞপ্তি বলছে, 2022-23 FY-এর প্রথম ত্রৈমাসিকের জন্য, PPF 7.10 শতাংশ সুদের হার বজায় থাকবে। পাশাপাশি সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (SCSS) 7.40 শতাংশ সুদ পাবেন আমানতকারীরা। একইভাবে পোস্ট অফিসের টাইম ডিপোজিটে 5.5-6.7 শতাংশ সুদ পাওয়া যাবে। এই সুদের হার 1 এপ্রিল, 20-2022 থেকে 30 জুন, 2022-এর জন্য প্রযোজ্য হবে।


Post Office Deposit Schemes: এই স্কিমগুলিতে যা পাবেন
পোস্ট অফিসের সেভিংস স্কিমে বিনিয়োগ করলে পাবেন বছরে ৪ শতাংশ সুদ।
১ বছরের টাইম ডিপোজিট স্কিমে পাবেন ৫.৫ শতাংশ সুদ। এই সুদ পাবেন ত্রৈমাসিক ভিত্তিতে।
২ বছরের টাইম ডিপোজিট স্কিমে পাবেন ৫.৫ শতাংশ সুদ। এই সুদ পাবেন ত্রৈমাসিক ভিত্তিতে।
৩ বছরের টাইম ডিপোজিটের ক্ষেত্রে পাবেন একই সুদের হার। এখানে ত্রৈমাসিকের ভিত্তিতে পাবেন টাকা।
৫ বছরের টাইম ডিপোজিট স্কিমে পোস্ট অফিস আপনাকে দেবে ৬.৭ শতাংশ সুদ। এই ক্ষেত্রে সুদের হার ধরা হবে ত্রৈমাসিকের ভিত্তিতে। 
৫ বছরের রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করলে আমানতকারী পাবেন ৫.৮ শতাংশ সুদ।এই সুদ পাবেন ত্রৈমাসিক ভিত্তিতে
৫ বছরের সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিমে বিনিয়োগ করলে আসবে ৭.৪ শতাংশ সুদ। ত্রৈমাসিকের ভিত্তিতে এই সুদ ধার্য ও বিতরণ করা হয়।
৫ বছরের মান্থলি ইনকাম অ্যাকাউন্টে বিনিয়োগে আমানতকারী পাবেন ৬.৬ শতাংশ। মাসিক ভিত্তিতে এই সুদ দিয়ে দেওয়া হয়।
৫ বছরে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে লগ্নি করলে আপনি বছরে পাবেন ৬.৮ শতাংশ সুদ।
১০ ৫ বছরের পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখলে আমানতকারী পাবেন বছরে ৭.১ শতাংশ সুদ।
১১ কিষাণ বিকাশ পত্রের ক্ষেত্রে রয়েছে ১২৪ মাসের ম্যাচুরিটি পিরিয়ড। সেই ক্ষেত্রে বছরে ৬.৯ হারে সুদ ধরা হয়।
১২ সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা রাখলে বছরে সর্বোচ্চ ৭.৬ শতাংশ সুদ পাবেন বিনিয়োগকারী। 


এই বিষয়ে বিশদে জানতে পোস্ট অফিসের শাখায় যোগাযোগ করে নিন। সেখানে আপনাকে চক্রবৃদ্ধি হারে সুদের বিষয়ে বিস্তারিত বলে দেবে পোস্ট অফিস কর্তৃপক্ষ। 


আরও পড়ুন : Post Office Schemes: দিনে ৬ টাকা জমিয়ে মেয়াদ শেষে পান ৩ লক্ষ, জেনে নিন কী এই স্কিম ?