Provident Fund: কদিন ধরেই এই খবর নিয়ে চলছিল জল্পনা। অবশেষে তাতে সিলমোহর দিল শ্রম মন্ত্রক (Labour Ministry)। এবার থেকে ATM-এর মাধ্যমেই তুলতে পারবেন প্রভিডেন্ট ফান্ডের (PF) টাকা। জেনে নিন নিয়ম।


কবে থেকে পাবেন এই সুবিধা
দেশের বিশাল জনশক্তিকে আরও ভাল পরিষেবা দেওয়ার জন্য আইটি সিস্টেমগুলিকে আধুনিকীকরণ করছে মোদি সরকার। এদিন শ্রম সচিব সুমিতা দাওরার ঘোষমা করেছেন, 2025 থেকে EPFO ​​গ্রাহকরা সরাসরি ATM থেকে তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন। এএনআইকে দাওয়ার বলেছেন, “আমরা শাঘ্রই পিএফ ক্লেম প্রক্রিয়া দ্রুত করার কাজ করছি। EPFO গ্রাহকদের জীবনযাত্রার স্বাচ্ছন্দ্যের উন্নতির জন্য প্রক্রিয়াটিকে আরও সহজতর করার কাজ করছি।


কী বলেছে শ্রম মন্ত্রকের সচিব
এই প্রক্রিয়ায় ক্লেমকারী, সুবিধাভোগী বা বিমাকারী ব্যক্তিরা শীঘ্রই এটিএম-এর মাধ্যমে ন্যূনতম প্রক্রিয়ার মাধ্য়মে পিএফের কাজ করতে পারবেন । সিস্টেমগুলি ক্রমাগত ডেভেলপ হচ্ছে। আপনি প্রতি দুই থেকে তিন মাসে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করবেন। আমরা জানুয়ারি 2025 এর মধ্যে বড় আপগ্রেড আশা করি।" এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) বর্তমানে 70 মিলিয়নেরও বেশি সক্রিয় অবদানকারীদের পরিষেবা করে।


ডেবিট কার্ডে তোলা যাবে টাকা ?


এই পিএফের অ্যাকাউন্টে জমানো টাকা ডেবিট কার্ডের মাধ্যমে বা এটিএম কার্ডের মাধ্যমে তুলে নিতে পারবেন। এর জন্য পৃথক একটি ডেবিট কার্ড ইস্যু করা হবে। অর্থাৎ সরকার কর্মীদের জন্য একটি সুবিধে দিচ্ছে যাতে তারা তাদের জমানো টাকা খুব সহজে কোথাও লাইন না দিয়েই তুলে নিতে পারেন। এই এটিএমের মাধ্যমে মোট জমানো টাকার ৫০ শতাংশ তুলে নেওয়া যাবে।


 আরও বেশি জমাতে পারবেন এখানে


ভারতের শ্রম ও কর্মসংস্থান ন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে কেন্দ্র সরকার ইপিএফও ৩.০ আনার প্রস্তুতি নিচ্ছে জোরকদমে যাতে ইপিএফও গ্রাহকদের জন্য অনেকগুলি নতুন ঘোষণা আসতে চলেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হল প্রভিডেন্ট ফান্ডে কর্মীদের টাকা জমানোর নির্দিষ্ট ১২ শতাংশের সীমা তুলে দেওয়া হবে। কর্মীরা তাদের আয় ও ক্ষমতা অনুযায়ী ইচ্ছেমত অঙ্কের টাকা জমাতে পারেন প্রভিডেন্ট ফান্ডে। এমনকী এই টাকা বছরের যে কোনো সময় জমাতে পারবেন। এর প্রধান উদ্দেশ্য হল গ্রাহকদের যতটা সম্ভব সঞ্চয়ের বিকল্প তুলে ধরা।


Bangladesh Crisis: বাংলাদেশের অস্থিরতায় 'লাফাচ্ছে' ভারতের এই শিল্প, অনেক কিছু হাতছাড়া হচ্ছে ইউনূস সরকারের