Credit Card Safety Tips: দেশে দ্রত বাড়ছে ডিজিটাল পেমেন্ট, অনলাইন লেনদেনও ক্রমেই বাড়ছে আর এই লেনদেন নিয়েই নানা জালিয়াত চক্র, প্রতারকগোষ্ঠী সাধারণ মানুষকে ঠকাচ্ছেন। একটু ভুল হলেই বড় বিপদে পড়তে পারেন আপনি। এই অবস্থায় অনলাইন লেনদেনের ক্ষেত্রে ক্রেডিট কার্ডে (Credit Card) নিরাপত্তা আরও জোরদার করা দরকার। কিছু কিছু বিষয় খেয়াল না রাখলে এই ক্রেডিট কার্ডে পেমেন্টের সময় আপনার তথ্য অন্য কেউ চুরি (Credit Card Safety Tips) করে নিতে পারে এবং আপনার অজান্তেই আপনার কার্ডে (Credit Card Payment) লোন নিতে পারে। বড় প্রতারণার শিকার হতে পারেন আপনিও। নিরাপদ থাকতে কী কী বিষয় মাথায় রাখতে হবে ?


অনলাইন পেমেন্টের সময় ওয়েবসাইটের বৈধতা নজর রাখুন


কোনো ওয়েবসাইটে অনলাইনে টাকা লেনদেনের সময় ক্রেডিট কার্ড ব্যবহারের আগে দেখে নিতে হবে সেই সাইটটি বৈধ কিনা, সুরক্ষিত কিনা। সাইটের ইউআরএলের শুরুতে 'https://' থাকতে হবে। এমনকী এই লেখার আগে একটি লক চিহ্ন দেখা যাবে। এর থেকে বোঝা যাবে এই ওয়েবসাইটে আপনার সমস্ত তথ্য এনক্রিপ্ট করা আছে যা কিনা সুরক্ষিত। এর মাধ্যমে অন্য কেউ এই ওয়েবসাইট থেকে আপনার তথ্য পড়তে বা দেখতে পারবে না।


ফ্রি ওয়াইফাই ব্যবহার করবেন না


বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোনো কফিশপে, রেস্তোরাঁতে বা পাবলিক প্লেসে ঘণ্টার পর ঘণ্টা বিনামূল্যের ওয়াইফাই ব্যবহার করে থাকি। আর এই ফ্রি ওয়াইফাইয়ের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করা ঠিক নয়। এর মাধ্যমে হ্যাকাররা সহজেই আপনার তথ্য জেনে নিতে পারবে। পাবলিক নেটওয়ার্কে দেওয়া আপনার তথ্য কোনোভাবেই এনক্রিপ্ট করা থাকে না। আর তাই আপনার সংযোগ ট্যাপ করতে পারে হ্যাকাররা। আর যদি আপনাকে অনলাইনে কোনো টাকা পাঠাতেই হয়, তাহলে পাবলিক নেটওয়ার্ক না ব্যবহার করে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করা যায়।


ক্রেডিট কার্ডের তথ্য শেয়ার নয়


ফোন, ইমেল কিংবা সমাজমাধ্যমে কোনোভাবেই ক্রেডিট কার্ডের তথ্য শেয়ার করা যাবে না। ক্রেডিট কার্ডের ওটিপি, সিভিভি শেয়ার করলেই বাড়বে বিপদ। কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করে নিজের ক্রেডিট কার্ডের তথ্য দেওয়া যাবে না।


ওটিপি টু-ফ্যাক্টর অন রাখতে হবে


ক্রেডিট কার্ড সুরক্ষিত রাখতে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন সবার আগে জরুরি। রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি প্রয়োজন অনলাইন পেমেন্টের ক্ষেত্রে। এর মাধ্যমে হ্যাকারদের কবলে পড়তে পারেন আপনি। টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখলে শুধু ওটিপি হ্যাক করলেও আপনার নিরাপত্তা বজায় থাকবে।


আরও পড়ুন: Layoff News: এক ধাক্কায় ৫০০ কর্মী ছাঁটাই, বছর শেষে বড় সিদ্ধান্ত এই বিমানসংস্থার