Post Office Savings Scheme: ঝুঁকিহীন বিনিয়োগের ক্ষেত্রে আজও ব্যাঙ্ক এফডি, এলআইসি, পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ করতে পছন্দ করে দেশবাসী। করোনাকালে ব্যাঙ্ক এফডি-তে দেখা গিয়েছে সুদের হারে পতন। এরকম একটা পরিস্থিতিতে ব্যাঙ্ক এফডির বিকল্প খুঁজছে সবাই। সেই ক্ষেত্রে ভাল অপশন হতে পারে পোস্ট অফিসের এই স্কিম।
India Post : আজ আমরা আপনাকে পোস্ট অফিসের একটি সেরা সঞ্চয় প্রকল্প সম্পর্কে বলতে যাচ্ছি। এর নাম পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট (Post Office Time Deposit)। জেনে নিন এই স্কিমে বিনিয়োগের সুবিধা-
Post Office Savings Scheme: পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্টের বিশেষ বৈশিষ্ট্য
1 এই স্কিমে বিনিয়োগ করলে সাধারণ মানুষ 6.7 শতাংশ পর্যন্ত সুদের হার পাবেন।
2 অন্যদিকে, প্রবীণ নাগরিকরা এই স্কিমে বিনিয়োগ করলে 7.4 শতাংশ সুদের হার পাবেন।
3 এই স্কিমে একক বা যৌথ উভয় মোডে অ্যাকাউন্টে খোলা যেতে পারে। যৌথ অ্যাকাউন্টে তিনজনের নাম অন্তর্ভুক্ত করা যাবে।
4 এই স্কিমে বাবা-মার তত্ত্বাবধানে 18 বছরের কম বয়সী নাবালকদের অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
5 সেই ক্ষেত্রে আপনি 1,2, 3 ও 5 বছরের জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন।
6 এই স্কিমে, আপনি 1000 টাকা দেওয়ার পর যত খুশি বিনিয়োগ করতে পারেন।
7 এখানে বিনিয়োগের ক্ষেত্রে সর্বদা 100 টাকার গুনিতকে টাকা জমা দিতে হবে।
8 পোস্ট অফিসের এই স্কিমের অধীনে বছরে সুদ দেওয়া হয়।
Post Office Time Deposit: আয়কর ছাড়ের সুবিধা পাওয়া যায়-
পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্টে (Post Office Time Deposit) বিনিয়োগ করে আপনি আয়কর ছাড়ের সুবিধাও পেতে পারেন। এই ছাড় আয়করের ধারা 80C এর অধীনে পাওয়া যায়। এর মাধ্যমে আপনি 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা নিতে পারবেন।
Post Office Savings Scheme: সময়সীমার আগে অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে-
পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্টে (Post Office Time Deposit) বিনিয়োগ করার পরে আপনি প্রথম 6 মাসের মধ্যে অ্যাকাউন্টটি বন্ধ করতে পারবেন না। আপনি যদি 6 মাস থেকে এক বছরের মধ্যে অ্যাকাউন্টটি বন্ধ করেন তবেই আপনি সুদের সুবিধা পাবেন। মেয়াদপূর্তি হওয়ার আগে অ্যাকাউন্ট বন্ধ করলে 2 শতাংশ সুদের হার কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে। অ্যাকাউন্টহোল্ডারের মৃত্যু হলে নমিনি সব টাকা পাবেন।