Aadhaar-PAN linking Deadline: ৩১ মার্চের মধ্যে প্যান কার্ডের (PAN Card) সঙ্গে আধার (Aadhaar Card)লিঙ্কের শেষ তারিখ। সরকারি নিয়ম অনুসারে, এই নির্দিষ্ট তারিখের মধ্যে জুড়তে হবে দুই কার্ড। এই কয়েকটি সহজ ধাপেই লিঙ্ক করা যাবে আধার-প্যান। 


PAN Card Update: আয়কর আইন 1961-এর 139AA ধারা অনুযায়ী, ৩১ মার্চ ২০২২-এর মধ্যে PAN-এর সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক৷ এর আগে কোভিডকালে মহামারীর কারণে আধার-প্যান লিঙ্ক করার তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২১ থেকে ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। সেই অনুযায়ী গ্রাহকদের সতর্ক করতে নিজেদের ওয়েবসাইট ছাড়াও ট্যুইট করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।


Aadhaar-PAN linking: প্যান-আধার লিঙ্ক আছে কিনা জানতে এইভাবে পরীক্ষা করুন 


1) প্রথমে আয়কর বিভাগের অফিশিয়াল সাইটে যান — www.incometax.gov.in।


2) এবার Quick Links অপশনে ক্লিক করুন। সেখানে, আপনি 'লিঙ্ক আধার স্ট্যাটাস' চেক করার একটি অপশন পাবেন। আপনাকে ওখানে ক্লিক করতে হবে।
3) এরপরে আপনি আপনার কম্পিউটার বা মোবাইলে একটি নতুন স্ক্রিন দেখতে পাবেন। এখানে আপনাকে আপনার প্যান ও আধার নম্বর লিখতে হবে।


4) একবার আপনি বিশদে সব পূরণ করলে 'ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস'-এ ক্লিক করুন।


5) আপনার আধার-প্যানের স্থিতি এবার পেজে দেখতে পাবেন । 


Aadhaar-PAN linking: কীভাবে প্যান-আধার লিঙ্ক করবেন ? 
আধারের সাথে প্যান লিঙ্ক করার অনেক উপায় আছে। আপনি এটি দুটি উপায়ে অনলাইনে এই কাজ করতে পারেন — এক, আয়কর পোর্টালে লগ ইন না করে অথবা আপনার অ্যাকাউন্টে লগ ইন করে। এই ক্ষেত্রে আপনাকে অন্যান্য প্রয়োজনীয় তথ্য-সহ আপনার PAN ও আধার কার্ডের বিবরণ লিখতে হবে।


এই পদ্ধতিগুলি ছাড়াও, আপনি এসএমএসের মাধ্যমে আপনার আধার কার্ডটি আপনার প্যান কার্ডের সাথে লিঙ্ক করতে পারেন। লিঙ্কিং প্রক্রিয়াটি আপনার নিবন্ধিত বা রেজিস্টার্ড ফোন নম্বর থেকে 567678 বা 56161 নম্বরে একটি এসএমএস পাঠিয়ে করা যেতে পারে।