Stock Market Update: সাময়িক যুদ্ধ বিরতির মধ্যেও চলছে গোলাবর্ষণ। ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসী মনোভাব এবার ধস নামাতে পারে দালাল স্ট্রিটে। সোমবার যা নিয়ে আতঙ্কের প্রহর গুনছে শেয়ার বাজার। তবে কি আগামীকালই ১৬,০০০-এ নিচে নেমে আসবে সূচক ?


Russia Ukraine War : থামছে না যুদ্ধ
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনই বিশ্ববাজারে পতনের প্রধান কারণ হিসাবে দেখছে পশ্চিমি দেশগুলো। ইউক্রেনে রাশিয়ার হামলা না থামায় ক্রেমলিনের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে বেশকিছু দেশ। SWIFT ফিন্যান্সিয়াল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হয়েছে রাশিয়াকে। যার জন্য ন্যাটোর দেশগুলিকেও হুমকি দিয়েছে রাশিয়া। রাশিয়ার ওপর অর্থনৈতিক সঙ্কট সৃষ্টি হওয়ায় প্রভাব পড়েছে বিশ্বের সব শেয়ার বাজারে। সোমবারও যার প্রতিফলন দেখা যেতে পারে শেয়ার বাজারে। 


Crude Oil Price Hike:  চিন্তা বাড়াচ্ছে তেলের দাম
বিশ্বের ভৌগলিক অবস্থান বলছে, প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেলের অফুরন্ত ভাণ্ডার রয়েছে রাশিয়ায়। তাই রাশিয়া যুদ্ধে নামায় বেড়ে গিয়েছে তেলের দাম। আন্তর্জাতিক বাজারে এখন ব্যারেল পিছু তেলের দাম ১১০ ডলার ছাড়িয়ে গিয়েছে। যা প্রায় সর্বকালীন রেকর্ড। কিছুতেই কমানো যাচ্ছে না এই তেলের দাম। ফলে এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্বের অর্থনীতিতে।


তেলের এই দাম বৃদ্ধি চিন্তা বাড়িয়েছে ভারতের। কারণ দেশের ৮০ শতাংশ অপিরশোধিত তেল বাইরে থেকে আমদানি করে ভারত। ব্যারেল পিছু এই দাম বাড়ায় মূল্যবৃদ্ধি হচ্ছে দেশে। যানবাহনের জ্বালানির কাছে এই তেল লাগায় বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।যা দেশের রাজস্বেও ঘাটতি বাড়াবে। আইসিআইসিআই সিকিউরিটিজের মতে, আগামী ১০ দিনে ১২ টাকা বাড়তে পারে পেট্রল-ডিজেলের দাম। বিভিন্ন রাজ্যে নির্বাচনের ফল বেরোনোর পরই বাড়তে পারে এই দাম।


US Rate Hikes: সুদের হার বাড়াতে চলেছে আমেরিকা
IFA Global Research বলছে, চলতি মাসেই সুদের হার বাড়াতে পারে আমেরিকা। আগেই অর্থমন্ত্রকের নীতি নির্ধারণের আলোচনায় এই নিয়ে কথা হয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরম পাওয়াল ইতিমধ্যেই সুদের হার বৃদ্ধির বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। এই সুদের হার বেড়ে গেলে নিশ্চিত সুদের আশায় অনেকেই ওয়াল স্ট্রিট থেকে টাকা তুলে নেবেন। ভারতের শেয়ার বাজার থেকেও বিনিয়োগ তুলে নেবেন আমেরিকার বিনিয়োগকারীরা। ফলে স্টক মার্কেট নিম্নমুখী হওয়টাই স্বাভাবিক।


Share Market Update: কী বলছেন বিশেষজ্ঞরা ?
শুক্রবার ১.৫৩ শতাংশ পড়ে ১৬,২৪৫.৩৫ পয়েন্টে বন্ধ হয়েছে নিফটি। ৫৪,৩৩৩.৮১-থেমেছে সেনসেক্সের দৌড়। বাজার বিশেষজ্ঞরা বলছেন, সোমবার ১৬,০০০-এ সাপোর্ট নিতে পারে নিফটি। কোনও কারণে সেই সাপোর্ট ব্রেক করলে আগামী সপ্তাহে ১৫,৫০০ পর্যন্ত যেতে পারে পয়েন্ট। যার ফলে ফের হাহাকার নামবে বাজারে। যদিও এরই মধ্যে ব্লুচিপ শেয়ারে 'বাই অন ডিপ নীতি' নিতে বলছেন বিশেষজ্ঞরা।