Public Provident Fund Update: আপনার নামে কি একাধিক পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) আছে? আপনি যদি ১২ ডিসেম্বর ২০১৯ বা তার পরে দুই বা ততধিক PPF অ্যাকাউন্ট খুলে থাকেন, তবে সমস্যা বাড়তে চলেছে আপনার। কারণ নিয়ম অনুসারে এখন সেই অ্যাকাউন্টগুলিকে আর একটি অ্যাকাউন্টে পরিণত করতে পারবেন না আপনি। 


PPF Update: এর আগে ইন্ডিয়া পোস্ট বিনিয়োগকারীদের একাধিক অ্যাকাউন্টকে একটি একক পিপিএফ অ্যাকাউন্টে আনার অনুমতি দিয়েছিল। সেই সময় কর্তৃপক্ষ পিপিএফ অ্যাকাউন্টগুলির একত্রীকরণের জন্য একটি কাট-অফ ডেট সেট করেছিল। যা ১২ ডিসেম্বর ২০১৯ ধরা হয়েছে। এখন সেই তারিখকে ধরেই নতুন নিয়ম আনা হয়েছে। 


PPF New Rule: পাবলিক প্রভিডেন্ট ফান্ডে নয়া নিয়ম
পিপিএফ নিয়ম ২০১৯ অনুসারে, একজন ব্যক্তির একাধিক পিপিএফ অ্যাকাউন্ট থাকতে পারে না। গত মাসের শুরুতে অর্থ মন্ত্রকের (বাজেট বিভাগ) ব্যাঙ্ক ও পোস্ট অফিসগুলিকে একটি নির্দেশিকা জারি করে। যেখানে বলা হয়, পিপিএফ নীতিমালা ২০১৯-এর অধীনে খোলা PPF অ্যাকাউন্ট মার্জের বিষয়ে যেন কোনও সিদ্ধান্ত না নেয় ব্যাঙ্ক ও পোস্ট অফিস। ১৯ ডিসেম্বর ২০১৯-এর পরের কোনও পিপিএফ অ্যাকাউন্ট মার্জের অনুরোধ যেন না নেওয়া হয়। 


Public Provident Fund: গত ৩ মার্চ, ২০২২-এ এই PPF অ্যাকাউন্ট একত্রীকরণের বিষয়ে সব প্রধান পোস্ট অফিসে একটি চিঠি পাঠায় অর্থ মন্ত্রকের (বাজেট বিভাগ)। সেই চিঠিতে বলা হয়, ১২.১২.২০১৯ তারিখে বা তার পরে কোনও PPF অ্যাকাউন্ট মার্জ করার আবেদন এলে তা কোনও সুদ না দিয়েই বন্ধ করা হবে। এই জাতীয় PPF অ্যাকাউন্টগুলিকে একত্রিত করার জন্য পোস্টাল ডিরেক্টরেটের কাছে পাঠানোর কোনও প্রয়োজন নেই।


PPF Update: নতুন নিয়মের কী প্রভাব
1) PPF অ্যাকাউন্টগুলির একত্রীকরণের কাট-অফ ডেট ধরা হয়েছে ১২ ডিসেম্বর, ২০১৯। যার মানে দাঁড়ায়, সেই তারিখের পর খোলা কোনও PPF অ্যাকাউন্ট নিয়মিতকরণ বা মার্জের যোগ্য নয়।


2) যদি ১২ ডিসেম্বর, ২০১৯ বা তার আগে আপনার নামে একাধিক PPF অ্যাকাউন্ট খোলা থাকে তবে সেগুলিকে একত্রিত করা যাবে না। অনেক ক্ষেত্রেই দেখা যায়, ট্যাক্স বাঁচাতে অনেকেই ব্যাঙ্ক , পোস্ট অফিসে একাধিক PPF অ্যাকাউন্ট খুলে থাকেন। এখন সেই অ্যাকাউন্টগুলিকে একক অ্যাকাউন্টে পরিণত করা যাবে না।


3) এ প্রসঙ্গে আইপি পাসরিচা অ্যান্ড কোং-এর অংশীদার মানিত পাল সিং বলেন, “যদি একজন ব্যক্তি উল্লিখিত তারিখের পরে অন্য পিপিএফ অ্যাকাউন্ট খোলেন, তবে তিনি জমা টাকার ওপর কোনও সুদ পাবেন না। তবে তার জমা অর্থ ফেরত পেয়ে যাবেন তিনি। একবার টাকা ফেরত পেলেই বন্ধ করে দেওয়া হবে ওই অ্যাকাউন্ট। এই ক্ষেত্রে সুদের ক্ষতি বহন করতে হবে অ্যাকাউন্ট হোল্ডারকে।


 


আরও পড়ুন : SBI Customer Alert: কেওয়াইসির নামে হচ্ছে প্রতারণা, ভুলেও ক্লিক নয় এই লিঙ্কে


আরও পড়ুন :  Share Market Tips: US স্টকে বিনিয়োগকারীদের জন্য দারুণ খবর ! আরও কমে পাবেন অ্যাপল-অ্যামাজনের শেয়ার