Share market Update: মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বদলে গেল চিত্রটা। রক্তাক্ত দালাল স্ট্রিটের ক্ষত সারিয়ে তুলল বুলসরা। একে একে অটো, আইটি, ব্যাঙ্ক, মেটালের ওপর ভর করে সোজা ছুটল সূচক। দিনের শেষে বিয়ারসদের বিরুদ্ধে লড়াইয়ে জয় হল বুলসদের। ১৭,৩৫২ ছুঁল নিফটি। বম্বে স্টক এক্সচেঞ্জের দৌড় থামল ৫৮,১৪২ পয়েন্টে।
Stock Market Update: পিছিয়ে থেকেও এগিয়ে বাজার
এদিন মর্নিং বেল পড়ার পর থেকেই সবুজে শুরু করে বাজার। কিন্তু ৯.১৫-য় সবার জন্য কেনাকাটা শুরু হতেই নিচে নামতে শুরু করে সূচক। যাতে ফের ঘাবড়ে যায় বিনিয়োগকারীরা। অনেকেই ভাবেন, সোমবারের রেশ চলবে মঙ্গলেও। এমনকী সেই আশঙ্কা সত্যি হতে শুরু করে সাড়ে নটার পরই। একটা সময় ফের ১৬,৯০০-তে চলে যায় বাজার। কিন্তু ধীরে ধীরে পাবলিক সেক্টর ব্যাঙ্ক, আইটি, মেটাল স্টকের জেরে স্বাভাবিক হয় বাজারের গতি।
Share market Update: রাশিয়া-ইউক্রেন বর্ডার টেনশন
অশান্তির মাঝেই এদিন ইউক্রেনের বিষয়ে কিছুটা নরম হওয়ার ইঙ্গিত দিয়েছে রাশিয়া। সংঘাতের পরিস্থিতির মধ্যেই রাশিয়ার ১০ হাজার সেনা সীমান্তে ড্রিল সেরে ব্যারাকে ফিরে গেছে বলে খবর। কদিন আগেও ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করে রাশিয়া। একেবারে যুদ্ধের পথে নামতে চাইছিল পুতিনের দেশ। যদিও কিছু সেনা সরানোয় দুই দেশের পরিস্থিতি নিয়ে স্বাভাবিকের আশা দেখছে বিশ্ব। গত সপ্তাহ থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহ বিশ্ব বাজারে মারাত্মক প্রভাব ফেলে। অবশেষে ইউক্রেনের প্রতি কিছুটা নরম মনোভাব নেওয়ায় আন্তর্জাতিক বাজারে তার ইতিবাচক প্রভাব পড়ে। বিশেষ করে এশিয়ার বাজারগুলি আজ ভাল ফল করেছে। সেই কারণে এদিন ১৭,৩০০ ছাড়ায় নিফটি। সেনসেক্স, নিফটি ও ব্যাঙ্ক নিফটি সবার সূচকই দিনের শেষে ৩ শতাংশ ওপরে।
Share market Update: বাজারের বাজিগর থাকল যারা
এদিন অটো স্টক বাজাজ অটো, টিভিএস, মারুতি সুজুকি, আইশার, টাটা মোটরস ৩-৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি নিফটি ব্যাঙ্ক ১২৬২ পয়েন্ট বেড়ে ৩৮,১৭০-এ শেষ করে। এ ছাড়াও বাজাজ ফিন্যান্স , হিরো মোটোকর্প, এইউ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক , বন্ধন ব্যাঙ্ক এদিন সূচককে সবুজ রাখতে বেশ সাহায্য করে।