Adani Wilmar Share New High: শেয়ার বাজারে দুর্দান্ত পারফরম্যান্স দিচ্ছে আদানি গ্রুপের সব শেয়ার। তবে তাদের হিট লিস্টে রয়েছে আদানি উইলমার স্টক। তালিকাভুক্তির দুই মাসের মধ্যে বিনিয়োগকারীদের 180 শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক। বুধবারের ট্রেন্ডিং সেশনে আদানি উইলমারের শেয়ার 610 টাকায় পৌঁছেছে। লিস্টিংয়ের সময় এই কোম্পানির শেয়ারের দাম ছিল 230 টাকা। আইপিওর মাধ্যমে আনা হয়েছিল এই ইস্যু। 


Share Market Update: লাফিয়ে বাড়ছে আদানি উইলমার


বুধবার, আদানি উইলমারের স্টক 5 শতাংশ বেড়ে 610 টাকা হয়েছে। ৫ শতাংশের আপার সার্কিট আঘাত হেনে স্টকটির লেনদেন বন্ধ করতে হয়েছে। গত দুই ট্রেডিং সেশনে আদানি উইলমারের স্টক ক্রমাগত আপার সার্কিটে দেখাচ্ছে।


Share Market Update: মাত্র দু-মাস আগে হয়েছিল লিস্টিং
আদানি উইলমারের স্টক গত 8 ফেব্রুয়ারি 2022-এ বাজারে তালিকাভুক্ত হয়েছিল। প্রথমে শেয়ারের দাম IPO মূল্য 230 টাকার নিচে নেমে যায়। যদিও এরপর থেকেই শেয়ারে দারুণ গতি দেখা যায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও, ভোজ্য তেলের দাম বৃদ্ধির কারণে আদানি উইলমারের মজুদ বাড়তে থাকে। সংস্থাটি রান্নার তেল ও অন্যান্য এফএমসিজি পণ্যের ব্যবসা করে ।


Share Market Update: আদানির সব স্টকই সবুজে
আদানি উইলমার আইপিওর মাধ্যমে 3600 কোটি টাকা সংগ্রহ করেছে। সেই সময় আইপিওর প্রাইস ব্যান্ড 218 থেকে 230 টাকা নির্ধারণ করা হয়েছিল। আইপিওতে একটি সম্পূর্ণ নতুন ইস্যু জারি করেছে কোম্পানি। সেখানে প্রোমোটার তার অংশীদারিত্ব বিক্রি করেনি। এখন সেই স্টকই মাত্র দু-মাসে ১৮০ শতাংশ রিটার্ন দিচ্ছে। যদিও শেয়ার বজার বলছে, এখন আদানি গ্রুপের সব স্টকই দ্রুত গতিতে ওপরে উঠছে। যার মধ্যে নাম রয়েছে আদানি গ্রিন, আদানি উইলমার ছাড়াও আদানি অন্টারপ্রাইসের।


(এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যগত উদ্দেশ্যে দেওয়া হয়েছ। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে , বাজারে বিনিয়োগ করা বাজারের ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সবসময় একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।মনে রাখবেন, ABPLive.com-এর কেউ আপনাকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয়নি।)