Share Market: আজ শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং ডে-তে সকালের সেশনে ভারী পতন দেখা গেলেও তারপর দুরন্ত র‍্যালি দেখা যায় ভারতের শেয়ার বাজারে। সেনসেক্স (Stock Market Closing) যেখানে সকালে ৭২০০০-এর নিচে নেমে গিয়েছিল, সেখানে আজ বাজার বন্ধের সময় ৭৩০০০ পেরিয়ে গিয়েছে সেনসেক্স। অন্যদিকে নিফটিতেও বিরাট র‍্যালি এসেছে আজ। ফের নিফটি পেরিয়েছে ২২০০০-এর সীমা। ইসরায়েল ইরানে (Iran-Israel Conflict) হামলা চালিয়েছে, এই খবরেই বাজারে আতঙ্ক ছড়িয়েছিল এবং তাই সকালে পতন দিয়ে শুরু হয় বাজার। কিন্তু দিন এগোতে থাকলে ব্যাঙ্কিং শেয়ারগুলিতে কেনাকাটা বাড়তে থাকে আর তাই সূচকে (Sensex Today) গতি আসে।


বাড়ল বাজার মূলধন


আজ শুক্রবার ১৯ এপ্রিল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স এদিন ৬০০ পয়েন্ট লাফ দিয়ে বন্ধ হয় ৭৩০৮৮ পয়েন্টে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ১৫১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২২,১৪৭ পয়েন্টে। ভারতের শেয়ার বাজারে (Stock Market Closing) এই র‍্যালির কারণে বাজারের মূলধনও লাফ দিয়ে বেড়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ারগুলির বাজার মূলধন এখন ৩৯৩.৪৭ লক্ষ কোটি টাকা, আগের দিন বাজার বন্ধের সময় এই মূলধন ছিল ৩৯২.৮৯ কোটি টাকা। ফলে শুধু আজকের সেশনেই বাজারে ৫৮ হাজার কোটি টাকার মূলধন বেড়ে গিয়েছে।


কোন সেক্টরে কী অবস্থা


ব্যাঙ্কিং সেক্টর আজ পুরো মাত্রায় র‍্যালি দিয়েছে। বলা ভাল, এই সেক্টরের কারণেই সূচকে গতি ফিরেছে আজ। নিফটি ব্যাঙ্কের সূচক ৫০০ পয়েন্টেরও বেশি বেড়েছে। এর বাইরে নিফটি অটো, এফএমসিজি, মেটাল, ইনফ্রা, কনজিউমার, ডিউরেবলস সেক্টরের সূচক সবই আজ গ্রিন জোনে বন্ধ হয়েছে। তবে আজকের বাজারে হেলথকেয়ার, অয়েল অ্যান্ড গ্যাস, রিয়েল এস্টেট মিডিয়া, এনার্জি ফার্মার শেয়ারগুলিতে পতন দেখা গিয়েছে। মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকে যদিও সবুজ সঙ্কেত আসেনি আজ।


কোন স্টকে বেশি লাভ হল


আজকের বাজারে Bajaj Finance, Mahindra & Mahindra, HDFC ব্যাঙ্ক, Maruti Suzuki, Wipro-র শেয়ার যথাক্রমে ৩.১৬, ২.৭২, ২.৪৬, ২.২০ এবং ১.৯২ শতাংশ বেড়েছে।


কোন স্টকে পতন অব্যাহত রইল


অন্যদিকে শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং ডে-তে HCL Tech, Nestle, TCS-এর শেয়ারের দাম যথাক্রমে ১.২০, ১.০৪, ০.৯৩ শতাংশ কমে গিয়েছে বাজারে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Narayana Murthy's Grandson: ডিভিডেন্ড থেকেই শুধু ৪ কোটি আয় ! এবার আরও ধনী নারায়ণ মূর্তির ৫ মাসের নাতি