Stock Market Investment Tips: শেয়ারবাজারে বিনিয়োগ করলেই হয়ে যাবেন কোটিপতি ! এই ধারণা নিয়েই দালাল স্ট্রিটে অভিষেক হয় বেশিরভাগ বিনিয়োগকারীর। যদিও লাভের পরিবর্তে হয় লোকসান। শেষে বাজার নিয়ে নেতিবাচক চিন্তা নিয়েই সরে আসেন অনেকে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগের আগে এই বিষয়গুলি মাথায় রাখলেই লাভের মুখ দেখতে পারেন যেকেউ।
Share Market Tips: অনেকেই বলেন, শেয়ারবাজারে কোটি-কোটি টাকার পুঁজি আছে, যদিও এই টাকা আয় করা সহজ নয়। আমানতকারীরা স্টক মার্কেটে টাকা বিনিয়োগের কথা ভাবলেই, রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন। যদিও বিনিয়োগকারীদের এই ধারণা একেবারেই ভুল। বেশিরভাগ ক্ষুদ্র ও খুচরো বিনিয়োগকারী সঠিক উপায়ে পুঁজিবাজারে অর্থ বিনিয়োগ না করায় তাদের টাকা কয়েকদিনের মধ্যেই ডুবে যায়। দ্রুত অর্থ উপার্জনের তাড়নায় তারা তাদের মূলধনও হারান।এমন পরিস্থিতিতে শেয়ার বাজারে সঠিক উপায়ে অর্থ বিনিয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ (Invest in Share Market)। জেনে নিন, বাজারে খুচরো বিনিয়োগকারীরা এই ধরনের কী ভুল করেন (Mistakes Done bY retail Investors)। কীভাবে তারা এই ধরনের ভুল এড়াতে পারবেন..
১ অন্যের কথা শুনে বিনিয়োগ করছেন ?
কখনও কারও কথা শুনে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন না। অনেক সময় খুচরো বিনিয়োগকারীরা সঠিক তথ্য ছাড়াই স্টক মার্কেটে (Stock Market) বিনিয়োগ করেন । শেয়ারবাজার না বুঝে অর্থ বিনিয়োগ করা সবথেকে বড় ভুল। এই ধরনের ভুল এড়ানো উচিত। শেয়ার বাজার ভাল করে বুঝুন, তবেই টাকা রোজগারের কথা ভাবুন।
২ বাজারে মন্দা দেখলে ভয় পান : বেশিরভাগ ক্ষেত্রে নতুন বিনিয়োগকারীরা না জেনেই যে স্টক ওপরে উঠছে তাতে লগ্নি করে বসেন। সেই সময় বাজার ওপরে উঠতে থাকায় বহু ক্ষেত্রে স্টক লাভের মুখও দেখাতে পারে। কিন্তু তার পরের পতন দেখেই ঘাবড়ে যান নতুনরা। শেয়ারবাজারের পতনের সময় আতঙ্কিত হতে শুরু করেন তাঁরা। এই ভীতি মোটেও ঠিক নয়। আপনার টাকা ডুবে যাবে এমনটা ভাবা ঠিক নয়। লোকসানের ভয়ে অনেকেই সেই সময় সস্তায় শেয়ার বিক্রি করে দেন। অন্যদিকে, যার লাভ ওঠান বড় বিনিয়োগকারীরা। পতনের সময় স্টকটি ক্রয় করে পরে বেশি দামে তা বিক্রি করেন তাঁরা।
৩ বেশি লাভের আশায় শেয়ার ধরে রাখা
অনেক সময় বড় বিনিয়োগকারীরা শেয়ার ৫ থেকে ১০ শতাংশ বেড়ে গেলেই বিক্রি করে দেন। যদিও ক্ষুদ্র বিনিয়োগকারীরা সেই শেয়ারগুলো তাদের কাছে রেখে দেন। মোটা অঙ্কের আয়ের আশায় এই ভুল করেন তাঁরা। পরে সেসব শেয়ারের দাম কমে গেলে তাদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়। তাই এই ধরনের ভুল করবেন না। আপনার শেয়ারের দাম যদি ১০ শতাংশ বেড়ে যায়, তাহলে বিক্রি করুন।
৪ সস্তা দেখে বিনিয়োগ করছেন ?
বেশিরভাগ ক্ষেত্রেই খুচরা বিনিয়োগকারীরা সেই স্টকগুলি বেছে নেন যেগুলি সস্তা হয়। পরবর্তীতে এসব শেয়ারের দাম বাড়বে বলে মনে করেন তাঁরা। কিন্তু এই ধারণা একেবারেই ভুল। এই কারণে অনেক সময় বিনিয়োগকারীরা পেনি স্টকে আটকে যান। এ কারণে সঞ্চিত পুঁজিও হারান এই ইনভেস্টাররা। কোম্পানির বৃদ্ধি দেখেই টাকা বিনিয়োগ করা সবসময়ই বুদ্ধিমানের কাজ।
৫ বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই বিনিয়োগ : বাজারে অর্থ বিনিয়োগের সময় মনে রাখবেন, বিশেষজ্ঞদের পরামর্শের পরেই স্টক মার্কেটে আপনার অর্থ বিনিয়োগ করা উচিত। অনেক সময় মানুষ সোশ্যাল মিডিয়ায় কিছু শুনে বিনিয়োগ করে বসেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই আপনাকে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখান। এমনটা করা একেবারেই উচিত নয়। সঠিক উপায়ে অর্থ বিনিয়োগ করলে আপনার অর্থ হারানোর ঝুঁকি কমে যায়।