Share Market Update: টানা পতনের পর সপ্তাহের শেষ দিনে সবুজে খুল বাজারের সূচক। গ্যাপ-আপ ওপেনিং হলেও ১০টার পরেই নেমে গিয়েছে নিফটি-সেনসেক্সের সূচক। বাজার খুলতেই সেনসেক্সে 650 পয়েন্টের ওপরে ওঠে। 53550-এর স্তর অতিক্রম করে এগিয়ে যায় বুলসরা। একটা সময় নিফটি 16000-এ স্তরে পৌঁছে যায়। পরে অবশ্য সেখান থেকে নেমে আসে সূচক। 


Stock Market Update: কতটা উঠেছে বাজারের সূচক ?
এদিন বিএসই সেনসেক্স 635.43 পয়েন্ট বা 1.20 শতাংশ বৃদ্ধির সাথে 53,565.74 এ খোলে। এনএসইর 50-শেয়ার সূচক নিফটি 169 পয়েন্ট বা 1.07 শতাংশ বৃদ্ধির সঙ্গে 15977 পয়েন্টে খোলে।


Stock Market Opening:কেমন ছিল নিফটির গতি ?


শেয়ার বাজার খোলার 10 মিনিটের মধ্যেই এদিন নিফটি 16,000-এ চলে যায়। 194.30 পয়েন্ট বা 1.24 শতাংশ বেড়ে 16002-এর স্তরে চলে আসে নিফটি। দেখা যায়, নিফটির 50টি নিফটি শেয়ারের মধ্যে 47টি সবুজে লেনদেন শুরু করে। কেবল 3টি স্টকের পতন হয়েছে৷ ব্যাঙ্ক নিফটি 382.90 পয়েন্ট বা 1.16 শতাংশ বৃদ্ধির সাথে 33,921-এর উপরে লেনদেন করছে।


Share Market Update: আজকের বাজারে উঠল কোন স্টক ?
আজকের বাজারে সেরা স্টকগুলির মধ্যে টাটা মোটরস 7.44 ওপরে উঠে এসেছে। একই সঙ্গে অ্যাপোলো হাসপাতাল 3.33 শতাংশ বেড়েছে। সান ফার্মা 3.23 শতাংশ শক্তি দেখাচ্ছে। আদানি পোর্টস 2.73 শতাংশ, ইউপিএল 2.55 শতাংশ শক্তি নিয়ে ব্যবসা করছে। নিফটির আজকের পতনশীল শেয়ারের মধ্যে রয়েছে NTPC 0.81 শতাংশ।


Stock Market Opening: বাজার খোলার আগে 


এদিন বাজারের প্রি-ওপেনিংয়ে, NSE-র 50 টি শেয়ার সূচক নিফটি 169 পয়েন্ট বা 1.07 শতাংশ ওপরে উঠেছে। সেখানে 15977-র স্তরে লেনদেন করেছে নিফটি। অন্যদিকে, BSE সেনসেক্স 635.43 পয়েন্ট বা 1.20 শতাংশ বৃদ্ধির সাথে 53,565.74 এ লেনদেন করেছে।


আরও পড়ুন : EPFO News: পিএফ হোল্ডারের মৃত্যু হলে কত পেনশন পাবে স্ত্রী-সন্তান ? কী বলছে নিয়ম ?