Petrol Price Today: ২ জুলাই মঙ্গলবার দেশের সমস্ত রাজ্যে কত দর পেট্রোল ডিজেলের (Petrol Diesel Price) তা ঘোষণা করেছে তেল বিপণনকারী সংস্থাগুলি। এই পেট্রোল ও ডিজেলের দাম সাধারণত বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের উপর নির্ভর করে। এই দাম (Petrol Price) কমলে বা বাড়লে তাঁর প্রভাব পড়ে ভারতের বাজারে জ্বালানি তেলের (Petrol Diesel Price Today) দামে। আজকে সারা দেশে কোথায় কত দরে বিকোচ্ছে পেট্রোল ডিজেল, দেখে নিন। অন্যান্য দিনের মত আজও ভোর ৬টায় তেল বিপণনকারী সংস্থাগুলি তাদের দাম প্রকাশ করেছে।
২০২৪ সালের মার্চ মাসে সারা দেশে লিটারে ২ টাকা হারে পেট্রোল ও ডিজেলের দাম কমানো হয়েছিল। সেই থেকে একই আছে জ্বালানি তেলের দাম। দিনের মধ্যে কোনও কোনও রাজ্যে এই দাম কমে বা বাড়ে, তবে বেস প্রাইস এখনও একই আছে। কিছুদিন আগে মহারাষ্ট্র সরকার পেট্রোল ডিজেলের বিক্রয় কর কমিয়ে দেওয়ায় দাম এক ধাক্কায় কমে আসে অনেকটাই।
এই জেলাগুলিতে দাম বেড়েছে পেট্রোল ডিজেলের
বাঁকুড়াতে আজ পেট্রোলের দাম লিটারে ১০৫.৩৮ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯২.১৬ টাকা।
বীরভূমে পেট্রোলের দাম লিটারে ১০৫.৬৮ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯২.৪৫ টাকা।
দক্ষিণ দিনাজপুরে আজ পেট্রোলের দাম লিটারে ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯২.১৮ টাকা।
হুগলিতে ২ জুলাই পেট্রোলের দাম লিটারে ১০৫.৫৮ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯২.৩৫ টাকা।
নদিয়ায় আজ পেট্রোলের দাম লিটারে ১০৬.৪৪ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯৩.১৫ টাকা।
জলপাইগুড়িতে পেট্রোলের দাম লিটারে ১০৫.৩০ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯২.০৮ টাকা।
উত্তর ২৪ পরগণায় পেট্রোলের দাম লিটারে ১০৫.৪৩ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯২.২০ টাকা।
আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরাHPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Stocks To Watch: আজ বড় কিছু হতে পারে এই স্টকগুলিতে, রয়েছে পতঞ্জলি ফুডস, টাটা স্টিলের নাম