Fuel Price Hike:  লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) আগেই কি কমবে পেট্রোল-ডিজেলের দাম (Petrol Diesel Price) ? সরকারি তেল কোম্পানিগুলোর মজুদের চলমান বৃদ্ধি থমকে যাওয়ায় উঠছে এই প্রশ্ন। ভারতের শেয়ার বাজারে (Indian Share Market) নতুন করে শুরু হয়েছে এই জল্পনা।


বাজার সন্দেহ করছে, নির্বাচন কমিশন মার্চ মাসে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করার আগে, মোদি সরকার পেট্রোল এবং ডিজেলের দাম কমিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করতে পারে। মূলত, বিরোধীদের পেট্রোল ও গ্যাসের দাম নিয়ে মোদি সরকারকে আক্রমণ এই দাম নিয়ন্ত্রণের কারণ হতে পারে। 


তিনটি তেল বিপণন কোম্পানির শেয়ারে পতন হয়েছে
শেয়ারবাজারে মনে করা হচ্ছে, ভোটারদের আকৃষ্ট করতে মার্চ মাসে নির্বাচনের তারিখ ঘোষণার আগেই পেট্রোল ও ডিজেলের দাম কমাতে পারে মোদি সরকার। এই কারণেই গত এক সপ্তাহে সরকারি তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল এবং এইচপিসিএল-এর শেয়ারের দাম কমেছে। শুক্রবার 23 ফেব্রুয়ারিও তিনটি তেল বিপণন সংস্থার শেয়ার কমে বন্ধ হয়ে যায়।


তেল কোম্পানিগুলোর শেয়ারের ঊর্ধ্বগতিতে ব্রেক
আজকের লেনদেনে বিপিসিএলের স্টক 1.35 শতাংশ কমেছে,  এক সপ্তাহে স্টক 5.5 শতাংশ কমেছে। যেখানে এক মাসে 33 শতাংশ লাফ দেখা গেছে। এইচপিসিএলের শেয়ার 2.18 শতাংশ কমেছে, যেখানে পেট্রোল এবং ডিজেলের দাম কমার সম্ভাবনার কারণে এক সপ্তাহে এটি 6.75 শতাংশ কমেছে। ইন্ডিয়ান অয়েলের স্টক 2.31 শতাংশ কমেছে যেখানে এক সপ্তাহে স্টক 6 শতাংশ কমেছে।


বিনিয়োগকারীরা মুনাফা বুকিং করছেন
শেয়ারবাজারে এই জল্পনা-কল্পনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি তিনটি তেল কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির পর বিনিয়োগকারীরা মুনাফা বুক করছেন। নির্বাচনী লাভ-ক্ষতির কথা বিবেচনা করে সরকার পেট্রোল ও ডিজেলের দাম কমালে তিনটি তেল কোম্পানির শেয়ারে আরও প্রফিট বুকিং দেখা যেতে পারে বলে সম্ভাবনা রয়েছে। সেই কারণেই মনে করা হচ্ছে, সরকার এই দাম কমাতে পারে। 


এই প্রসঙ্গে কী বলেছিলেন পেট্রোলিয়াম মন্ত্রী


তবে এর আগেও লোকসভা নির্বাচনের আগে পেট্রোল-ডিজেলের দাম কমার খবর সংবাদমাধ্য়মে প্রকাশিত হয়। যদিও পরে এই খবরের কোনও ভিত্তি নেই বলে মন্তব্য করেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি। তিনি বলেন, ''তেল বিপণন কোম্পানিগুলির সঙ্গে পেট্রোল-ডিজেলের দাম কমানো নিয়ে কোনও কথা হয়নি আমার। এই ধরনের জল্পনামূলক খবরের কোনও ভিত্তি নেই। সারা বিশ্বে এখন অপরিশোধিত তেলের দামে ওঠানামার জন্য এনার্জি মজুতের দিকে অগ্রাধিকার দিয়েছে সরকার।'' 


RBI Allows PPI: বাসে-ট্রেনে এবার প্রিপেডের সুবিধা,কার্ড-ওয়ালেটে দেওয়া যাবে ভাড়া