Fuel Price Hike: আশা জাগলেও হতে পারেন আশাহত। পেট্রোল-ডিজেলের দাম কমানোর (Petrol-Diesel Price Cut) খবর গুজব (Fake News) বলল সরকার। আপাতত এরকম কোনও সিদ্ধান্তের পথে হাঁটছে না কেন্দ্র (Central Government)। খোদ এই  কথা স্পষ্ট করেছেন মোদি সরকারের মন্ত্রী। 


আপাতত পেট্রোল ও ডিজেলের দাম কমাতে রাজি নয় সরকার। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি পেট্রোল ও ডিজেলের দাম কমানোর খবরকে গুজব বলেছেন। পেট্রোল- ডিজেলের দাম ১০ টাকা পর্যন্ত কমানোর খবর প্রসঙ্গে পেট্রোলিয়ামমন্ত্রী বলেন,'' জ্বালানির দাম কমানোর বিষয়ে সরকারি তেল কোম্পানিগুলোর সঙ্গে সরকারের এখনও কোনও আলোচনা হয়নি।''


কীসের ভিত্তিতে এই খবর
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা যাচ্ছে। ব্রেন্ট ক্রুড অয়েল ব্যারেল প্রতি 75.65 ডলারে লেনদেন করছে। সেখানে ডব্লিউটিআই ক্রুড ব্যারেল প্রতি ৭০ ডলারে লেনদেন করছে। অপরিশোধিত তেলের দাম কমার কারণে তিনটি সরকারি তেল কোম্পানিই পেট্রোল ও ডিজেল বিক্রি করে মুনাফা করছে। 


লোকসভা ভোটকে কেন্দ্র করে সিদ্ধান্ত
গত সপ্তাহে বিভিন্ন সংবাদমাধ্যমে এই নিয়ে খবর প্রকাশিত হয়। যেখানে বলা হয়, পেট্রোলের দাম লিটার প্রতি 10 টাকা পর্যন্ত কমানো হতে পারে। ডিজেলের ক্ষেত্রে এই দাম লিটার প্রতি 6 টাকা পর্যন্ত কমতে পারে। আর নতুন বছরে এই উপহার দিতে পারে মোদি সরকার। যদিও এই খবর পুরোপুরি গুজব বলে উড়িয়ে দিলেন পেট্রোলিয়াম মন্ত্রী। মূলত,চলতি বছরে লোকসভা নির্বাচনের আগে মোদি সরকার পেট্রোল-ডিজেলের দাম কমাতে পারে বলে আশা করা হচ্ছে। 


প্রতিদিন সকালে ৬ টায় নতুন হার প্রকাশিত হয়
প্রতিদিন সকাল 6 টায় পেট্রোল ও ডিজেলের দাম পরিবর্তন এবং নতুন দর প্রকাশিত হয়। পেট্রোল এবং ডিজেলের দামে আবগারি শুল্ক, ডিলার কমিশন, ভ্যাট এবং অন্যান্য জিনিস যোগ করার পরে, এর দাম মূল দামের প্রায় দ্বিগুণ হয়ে যায়। এই কারণেই এত দামে পেট্রোল-ডিজেল কিনতে হচ্ছে।


কীসের ভিত্তিতে পরিবর্তিত হয় দাম
ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম বিভিন্ন কারণের উপর ভিত্তি করে নির্ধারিত হয় যেমন মালবাহী চার্জ, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং স্থানীয় কর। যদিও এটি রাজ্য থেকে রাজ্যে পরিচালিত করে। 2022 সালের মে থেকে জ্বালানির হার অপরিবর্তিত রয়েছে, সেই সময় কেন্দ্রীয় সরকার এবং বেশ কয়েকটি রাজ্য জ্বালানি কর কমিয়েছিল । ওএমসিগুলি সারা বিশ্বে অপরিশোধিত তেলের দাম অনুসারে প্রতিদিন সকাল 6 টায় জ্বালানির খুচরা দাম পরিবর্তন করে। আবগারি কর, বেস প্রাইসিং এবং প্রাইস ক্যাপের মাধ্যমে সরকার জ্বালানির দাম নিয়ন্ত্রণ করে।


আপনার শহরের পেট্রল-ডিজেলের দাম দেখুন এইভাবে
আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরাHPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন।


Investment: ১০০ টাকা দিনে জমিয়ে ৪ কোটি, জানেন 'স্টেপ আপ SIP কী; কীভাবে গড়বেন এত বড় তহবিল ?