Fuel Price: অপরিশোধিত তেলের দাম বিশ্ববাজারে খানিক কমেছিল, কিন্তু আজ শুক্রবারের বাজারে ফের ব্যারেল প্রতি ১ ডলার বাড়ল তেলের দাম। ফলে এর প্রভাব দেখা যাচ্ছে পেট্রোল ও ডিজেলের দামে। উত্তরপ্রদেশ, বিহার, পঞ্জাব সহ দেশের বিভিন্ন শহরে দামের (Petrol Diesel Price) হেরফের লক্ষ করা যাচ্ছে। তবে দেশের অন্যতম চার মহানগরে দাম একই আছে আজও।


প্রতিদিন ভোর ৬টায় সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি তাঁদের সেদিনের তেলের দাম ঘোষণা করে। প্রতিদিনই কোথাও না কোথাও এই দাম ওঠানামা করে। আজ শহরে কত হল পেট্রোল ডিজেলের দাম ? কত দামে কিনতে পারবেন জ্বালানি তেল ?


কলকাতায় দাম কত হল


কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা।


বাকি মহানগরে কত দাম



  • দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম (Petrol Diesel Price) ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।

  • চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা।

  • মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ৩৩ টাকা।


দাম বেড়েছে কোন শহরে



  • পাঞ্জাবের অমৃতসরে আজ পেট্রোলের দাম (Petrol Diesel Price) লিটারে ১৮ পয়সা বেড়ে হয়েছে ৯৮.৪৪ টাকা এবং ডিজেলের দাম ১৭ পয়সা বেড়ে হয়েছে ৮৮.৭৬ টাকা।

  • উত্তরপ্রদেশের মীরাটেও দাম বেড়েছে জ্বালানি তেলের। এদিন ২৩ পয়সা লিটারে বেড়ে এখানে পেট্রোলের দাম হয় ৯৬.৪৬ টাকা এবং ডিজেলের দাম হয় ৮৯.৬৪ টাকা।

  • বিহারের গয়াতে ৩০ পয়সা লিটারে বেড়েছে পেট্রোলের দাম। এখানে এদিন পেট্রোল লিটার প্রতি ১০৮.৩১ টাকা এবং ডিজেল ২৭ পয়সা কমে হয়েছে ৯৫.০৪ টাকা।


আহমেদাবাদ, অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড় ইত্যাদি রাজ্যে জ্বালানির দর কমতে দেখা গিয়েছিল গত বুধবার। আজও সেই দর রয়েছে ঐসব শহরে।



  • আহমেদাবাদে ২ পয়সা কমে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৪৯টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ২ পয়সা কমে ৯২.৩৩ টাকা।

  • অন্ধ্রপ্রদেশে ২৯ পয়সা কমে পেট্রোলের লিটার প্রতি দাম ১১১.৫২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ২৮ পয়সা কমে ৯৯.৫৫ টাকা।


আরও পড়ুন: Home Loan: বাড়ির জন্য ঋণ নেবেন ? এই কাজ করলে কমবে সুদের হার