Fuel Price: প্রতিদিনই তেলের দাম ওঠানামা করে। ভোর ছয়টায় প্রতিদিন সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি তাঁদের সেদিনের তেলের দাম (Petrol Diesel Price) প্রকাশ করে। গতকালই বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কমান হয়েছে সরকারি তরফে। এবার কি তেলের দামে কোনও প্রভাব পড়বে ? এখনও দেশের বেশিরভাগ রাজ্যেই পেট্রোলের দাম ১০০ টাকার উপরে। তবে আজ রাজ্যের বেশ কিছু জেলায় সস্তা হয়েছে জ্বালানি তেলের দাম। বেশ কিছু রাজ্যেও খানিক কমেছে তেলের দাম। দেখে নিন আপনার শহরে কত যাচ্ছে পেট্রোল ডিজেলের দাম।


কলকাতায় কত দাম চলছে পেট্রোল ডিজেলের


কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯০.৭৬ টাকা।


অন্য মহানগরে কোথায় দাম কত


দিল্লিতে পেট্রোলের (Petrol Diesel Price) লিটার প্রতি দাম ৯৪.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৬২ টাকা।


চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০০.৯৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২. ৫৬ টাকা।


মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.২১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২. ১৫ টাকা।


ছত্তিশগড়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০০.৯২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩. ৮৫ টাকা।


রাজ্যের কোন কোন শহরে দাম কমেছে আজ


আলিপুরদুয়ারে পেট্রোলের দাম লিটারে ৪২ পয়সা কমে হয়েছে ১০৪.৭৫ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৩৯ পয়সা কমে হয়েছে ৯১.৫১ টাকা।


বীরভূমে পেট্রোলের দাম লিটারে ২৩ পয়সা কমে হয়েছে ১০৪.৩৭ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ২২ পয়সা কমে হয়েছে ৯১.১৬ টাকা।


জলপাইগুড়িতে পেট্রোলের দাম (Petrol Diesel Price) লিটারে ৩৭ পয়সা কমে হয়েছে ১০৩.৭৮ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৩৪ পয়সা কমে হয়েছে ৯০.৬১ টাকা।


নদিয়ায় আজ পেট্রোলের দাম লিটারে ৫৬ পয়সা কমে হয়েছে ১০৪.৪৬ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৫২ পয়সা কমে হয়েছে ৯১.২৪ টাকা।


পশ্চিম মেদিনীপুরে ২ মে পেট্রোলের দাম লিটারে ১৭ পয়সা কমে হয়েছে ১০৪.২৭ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ১৬ পয়সা কমে হয়েছে ৯১.০৩ টাকা।


কোন কোন রাজ্যে দাম কমেছে আজ


বিহারে আজ পেট্রোলের দাম লিটারে ১২ পয়সা কমে হয়েছে ১০৭ টাকা। এখানে আবার ডিজেলের দাম কমেছে ১৭ পয়সা। অন্যদিকে আজ ২ মে ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, পঞ্জাব, তামিলনাড়ু ইত্যাদি রাজ্যে দাম আজ সস্তা হয়েছে জ্বালানি তেলের।


আরও পড়ুন: Best Stocks To Buy: চলতি সপ্তাহে নজরে রাখুন এই দুটি শেয়ার, বাজার বিশেষজ্ঞরা দিচ্ছেন এই পরামর্শ