কলকাতা: ইংরেজি নতুন বছরে আজ তৃতীয় দিন। আজ পেট্রোল ও ডিজেল লিটার প্রতি দাম কত কলকাতায় ? দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে জ্বালানির দরে স্বস্তি ফিরলে, সেভাবে সুবিধা পায়নি বাংলা। বরং গত বছরের শেষে দেখা গিয়েছে উলটপূরাণ। দর উঠেছে তির্যক। ভোট আসে, ভোট যায়, এখনও বাইরে বের হলে ভাবতে হয় বাঙালির। বলাইবাহুল্য, তার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়ছেই। নতুন বছরেও সেভাবে জ্বালানির দরে স্বস্তি ফিরল না পশ্চিমবঙ্গে।


আজ ২১ জেলায় জ্বালানির দরে বদল ধরা পড়লেও , এর মধ্যে ১১ জেলাতে ফের দাম বেড়েছে ! এই তালিকায় সর্বোচ্চ ৯৭ পয়সা বৃদ্ধি হয়েছে ২ টি জেলায়। দক্ষিণ ২৪ পরগনা এবং কালিম্পং। সেদিক থেকে আজ দেশের বিজেপি শাসিত রাজ্যে খুব সামান্যই দরের বদল ধরা পড়েছে।  যদিও আগের দামের থেকে অনেকটাই নীচে নামার পর, এদিন সামান্য কিছুটা বেড়েছে।  এদিন ছত্তিশগড়ে লিটার প্রতি পেট্রোলের দরে ২ পয়সা বৃদ্ধি হয়েছে।এখনও কলকাতার থেকে কম দামে পেট্রোল বিকোচ্ছে দেশের একাধিক বড় শহর। যথাক্রমে চেন্নাই, দিল্লি, মুম্বই, আগ্রা, আজমির, আসাম, ছত্তিশগড়, গোয়া। আজ কলকাতা-সহ সারা দেশে আজ কী দাম পেট্রোল ও ডিজেলের ? চলুন এবার দেখে নেওয়া যাক। 


আজ কলকাতা-সহ গোটা রাজ্য়ে বড় বদল কোন কোন জেলায়  ?


কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.০১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৮২ টাকা।


হাওড়ায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৪০ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.১৭ টাকা।


হুগলিতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৩০ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.০৯ টাকা।


বাঁকুড়ায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.২২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.০২ টাকা।


কালিম্পঙে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৯২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৪৯ টাকা।


পশ্চিম বর্ধমানে  পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.২৬ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.২৯ টাকা।


পূর্ব মেদিনীপুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.৩৬ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.১৮ টাকা।


দক্ষিণ ২৪ পরগনায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৯৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭২ টাকা।


আজ সারা দেশে পেট্রোল ও ডিজেলের দর কত ?


চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০০.৯০ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৬১ টাকা।


মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৫০ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯০.০৩ টাকা।


দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৭৭ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৬৭ টাকা। 


আগ্রা পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৬৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৭৩ টাকা। 


অন্ধ্রপ্রদেশে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৯.০৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৬.৯২টাকা। 


ছত্তিশগড়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০১.০৯ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪.০২টাকা। 


আরও পড়ুন, অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে BSF: মুখ্যমন্ত্রী


ঘরে বসে কীভাবে মোবাইলে পেট্রোল ও ডিজেলের দাম জানবেন ? 


উল্লেখ্য, প্রতিদিন পেট্রোল-ডিজেলের নতুন হার (Petrol Diesel Price Today) দেশের সরকারি তেল কোম্পানিগুলি ঘোষণা করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর ভিত্তি করে এই দর নির্ধারণ করা হয়। উল্লেখ্য, আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরা HPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।