Petrol Price Today: সোনার দাম এই কয়েক মাসে হু হু করে বেড়েছে, এবারে পেট্রোলের দামেও (Petrol Diesel Price) যেন সেই সোনার মতই গতি এসেছে। মার্চ মাসে লিটারে ২ টাকা করে দাম কমানোর পরেও পেট্রোল ডিজেলের দাম এখনও বহু শহরে ১০০ টাকার উপরে। অন্যদিকে ডিজেলের দামও বেশ কিছুটা চড়া। দামে সেভাবে আর কোনও বদল আসেনি। আজ ৯ জুলাই মঙ্গলবার কলকাতায় (Petrol Price Today) দাম ১০০ টাকা পেরিয়ে, অন্যান্য বেশ কিছু জেলায় দাম বাড়তে দেখা গিয়েছে। তবে মহানগরগুলিতে মুম্বই বাদে অন্যত্র পেট্রোল ডিজেলের দাম (Petrol Diesel Rate on 9 July) একই আছে। দেখে নিন আজকের বাজারে তেল ভরাতে কত খরচ হবে।


এই জেলাগুলিতে দাম বেড়েছে পেট্রোল ডিজেলের


দক্ষিণ দিনাজপুরে আজ পেট্রোলের দাম লিটারে ১২ পয়সা বেড়ে হয়েছে ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ১১ পয়সা বেড়ে হয়েছে ৯২.১৮ টাকা।


ঝাড়গ্রামে পেট্রোলের দাম (Petrol Diesel Price) লিটারে ৩ পয়সা বেড়ে ১০৫.৮৪ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯২.৫৬ টাকা।


হাওড়াতে পেট্রোলের দাম লিটারে ৩৯ পয়সা বেড়ে হয়েছে ১০৫.৩৪ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৩৭ পয়সা বেড়ে ৯২.১৩ টাকা।


হুগলিতে ৯ জুলাই পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটারে ১০৫.৫১ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯২.২৮ টাকা।


নদিয়াতে ৯ জুলাই পেট্রোলের দাম ৪০ পয়সা বেড়ে হয়েছে লিটারে ১০৬.৪৪ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৩৭ পয়সা বেড়ে ৯৩.১৫ টাকা।


উত্তর ২৪ পরগণাতে আজ লিটারে ৬৫ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ১০৫.৬৯ টাকা এবং ডিজেলের দাম লিটার পিছু ৬১ পয়সা বেড়ে হয়েছে ৯২.৪৫ টাকা।


পশ্চিম বর্ধমানে পেট্রোলের দাম লিটার প্রতি ১১ পয়সা বেড়ে হয়েছে ১০৪.৮৯ টাকা এবং ডিজেলের দাম লিটারে ১০ পয়সা বেড়ে হয়েছে ৯১.৭১ টাকা।


২০২৪ সালের মার্চ মাসে সারা দেশে লিটারে ২ টাকা হারে পেট্রোল ও ডিজেলের দাম কমানো হয়েছিল। সেই থেকে একই আছে জ্বালানি তেলের দাম। দিনের মধ্যে কোনও কোনও রাজ্যে এই দাম কমে বা বাড়ে, তবে বেস প্রাইস এখনও একই আছে। কিছুদিন আগে মহারাষ্ট্র সরকার পেট্রোল ডিজেলের বিক্রয় কর কমিয়ে দেওয়ায় দাম এক ধাক্কায় কমে আসে অনেকটাই।


আরও পড়ুন: Budget 2024: এই বাজেটেই অষ্টম বেতন কমিশন ছাড়াও বকেয়া ডিএ প্রাপ্তি ? সরকারি কর্মচারী ইউনিয়ন করছে ৭টি দাবি