Fuel Price: ভারতের পেট্রোল -ডিজেলের দাম মূলত নির্ভর করে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil Price) দামের উপর। কয়েকদিন আগেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দাম সামান্য কমেছে। কিন্তু তারপরেও ভারতের বিভিন্ন শহরে গতকালের তুলনায় জ্বালানি মূল্যের বিশেষ হেরফের হয়নি। কয়েকটি জায়গায় সামান্য বেড়েছিল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol and Diesel Price)। তবে তা ফের নেমে এসেছে আজ। প্রজাতন্ত্র দিবস পেরিয়ে আজ, ২৭ জানুয়ারি, কলকাতা-সহ সারা দেশে কত দাম পেট্রোল-ডিজেলের ?
প্রতিদিন ভোর ৬টায় নির্ধারিত হয় এদিন কী হবে পেট্রোল-ডিজেলের দাম। দেশের তেল বিপণন সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করে।
কলকাতায় কত দর জ্বালানি তেলের ?
শহরে আজও হেরফের নেই দামে। পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা। আশা করা যাচ্ছে পরের মাসেই বাজেটের আবহে দাম কমতে পারে পেট্রোল-ডিজেলের।
অন্য শহরে কত দাম ?
- দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।
- চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা।
- মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৭ টাকা।
কোথায় বাড়ল, কোথায় কমল ?
প্রজাতন্ত্র দিবসের দিন ২৬ জানুয়ারি দেশের বেশ কিছু রাজ্যে পেট্রোল-ডিজেলের দামে খানিক ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। কোথাও দাম কমেছে, কোথাও বেড়েছে।
- অন্ধ্রপ্রদেশে ২৬ জানুয়ারি ২১ পয়সা বেড়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১১২.০০ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ১৯ পয়সা বেড়ে ৯৯.৭১ টাকা। তবে আবার দাম কমে আসে। ডিজেল এখন ৯৯.২০ টাকা প্রতি লিটার এবং পেট্রোলের দাম লিটারে ১১১.৪৩ টাকা।
- আসামে ২৫ পয়সা বেড়ে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৮.৫৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ২৪ পয়সা বেড়ে ৯০.৮৭ টাকা।
অন্যদিকে আগ্রা, আজমির সহ একাধিক রাজ্যে দর কমেছে পেট্রোল ও ডিজেলের।
মোবাইলেই জেনে নিন জ্বালানি তেলের দাম
আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরা HPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন।