Fuel Price: পেট্রোল ডিজেলের দাম প্রায়ই ওঠানামা করে। কখনও বাড়ে, কখনও কমে। আজ ১০ জুলাই বুধবার দেশের মহানগরগুলিতে দাম একই আছে পেট্রোল ডিজেলের (Petrol Diesel Price)। তবে মুম্বইতে এখন সস্তায় মিলছে পেট্রোল ডিজেল। মহারাষ্ট্র সরকার এই জ্বালানি তেলের উপর বিক্রয় কর কমানোর দরুণ এই দাম কমেছে। বাকি কলকাতা সহ অন্যান্য মহানগরে দামে কোনও হেরফের নেই। তবে আজ বাংলার ৫টি জেলায় সস্তা হয়েছে জ্বালানি তেল, দাম কমেছে পেট্রোলের (Petrol Rate Today)। দেখে নিন আপনার শহরে, আপনার জেলায় কত হল পেট্রোলের দাম।
বাংলার কোন কোন জেলায় সস্তা হল পেট্রোল ডিজেল
দক্ষিণ দিনাজপুরে আজ পেট্রোলের দাম লিটারে ১২ পয়সা কমে হয়েছে ১০৫.২৯ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ১১ পয়সা কমে হয়েছে ৯২.০৭ টাকা।
ঝাড়গ্রামে পেট্রোলের দাম (Petrol Diesel Price) লিটারে ৩ পয়সা কমে ১০৫.৮১ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯২.৫৩ টাকা।
হাওড়াতে পেট্রোলের দাম লিটারে ৩৯ পয়সা কমে হয়েছে ১০৪.৯৫ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৩৭ পয়সা কমে ৯১.৭৬ টাকা।
হুগলিতে ৯ জুলাই পেট্রোলের দাম ২১ পয়সা কমে হয়েছে লিটারে ১০৫.৩০ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ১৯ পয়সা কমে হয়েছে ৯২.০৯ টাকা।
নদিয়াতে ৯ জুলাই পেট্রোলের দাম ৪০ পয়সা কমে হয়েছে লিটারে ১০৬.০৪ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৩৭ পয়সা কমে ৯২.৭৮ টাকা।
আজ দিল্লিতে পেট্রোল ডিজেলের দাম
১০ জুলাই দিল্লিতে আজ ডিজেলের দাম প্রতি লিটার ৮৭.৬২ টাকা এবং পেট্রোলের দাম প্রতি লিটার ৯৪.৭২ টাকা হয়েছে।
কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম
কলকাতায় পেট্রোলের দাম ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের দাম ৯০.৭৬ টাকা প্রতি লিটার হয়েছে।
চেন্নাইতে পেট্রোল ও ডিজেলের দাম
চেন্নাইতে আজ ১০ জুলাই পেট্রোলের দাম ১০০.৮৫ টাকা, ডিজেলের দাম প্রতি লিটার ৯২.৪৪ টাকা হয়েছে।
কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তরফে জ্বালানি তেলের উপর বিক্রয় কর বাড়ানো হয় যার ফলে এখানে তেলের দাম (Petrol Diesel Price) কিছুটা বেড়ে যায়। অন্যদিকে মুম্বইতে দাম কমে যায় পেট্রোল ডিজেলের। মহারাষ্ট্র সরকার সেই রাজ্যে পেট্রোল ও ডিজেলের উপর বিক্রয় কর কমিয়ে আনে, ডিজেলের উপর বিক্রয় কর ২৬ শতাংশ থেকে কমে হয় ২৪ শতাংশ আর তার ফলেই ডিজেলের দাম মুম্বইতে লিটারে ২ টাকা হারে কমে যায়।
আরও পড়ুন: IPO Update: গ্রে মার্কেটে দারুণ দাম যাচ্ছে এই আইপিওগুলির, বুধবারের লিস্টিংয়ে দেবে বিপুল লাভ ?