Fuel Price: আজ ১৪ অগাস্ট স্বাধীনতা দিবসের আগের দিনে দেশের বেশ কিছু শহরে পেট্রোল ডিজেলের দামে সেভাবে কোনও হেরফের না হলেও বাংলার বেশ কিছু জেলায় আজ দাম (Petrol Price) বেড়েছে পেট্রোল ডিজেলের। তেল ভরাতে গেলে এইসব জেলায় আজ খরচ বেশি হবে গ্রাহকের, পকেটে টান পড়বে। বাজেটে পেট্রোল ডিজেল নিয়ে কোনও আলোচনাই হয়নি, ফলে অদূর ভবিষ্যতে যে জ্বালানি তেলের (Petrol Diesel Price Today) দাম কমবে তা আশা করা যায় না।
প্রতিদিন সকাল ৬টায় জ্বালানি তেলের দাম প্রকাশ
প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল ও ডিজেলের দাম পরিবর্তন এবং নতুন দর প্রকাশিত হয়। পেট্রোল এবং ডিজেলের দামে আবগারি শুল্ক, ডিলার কমিশন, ভ্যাট এবং অন্যান্য জিনিস যোগ করার পরে, এর দাম মূল দামের প্রায় দ্বিগুণ হয়ে যায়। এই কারণেই এত দামে পেট্রোল-ডিজেল কিনতে হচ্ছে।
বাংলার কোন কোন জেলায় বাড়ল দাম
আজ বাংলার আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, হুগলি, মালদা, মুর্শিদাবাদ সহ অন্যান্য কিছু জেলাতে দাম বেড়েছে পেট্রোল ডিজেলের।
আলিপুরদুয়ারে আজ পেট্রোলের (Petrol Diesel Price) লিটার প্রতি দাম ১০৫.৮৭ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৬২ টাকা।
বাঁকুড়াতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৩৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.১৬ টাকা।
বীরভূমে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৫৬ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৩৬ টাকা।
কোচবিহারে ১৪ অগাস্ট পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.৩২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.০৩ টাকা।
হুগলিতে আজ পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.২০ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.০৬ টাকা।
মালদায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.৮৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৬৭ টাকা।
মুর্শিদাবাদে আজ পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.২৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৯৭ টাকা।
নদিয়াতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.৪৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.১৫ টাকা।
ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন। জেনে নিন, আজ কলকাতা সহ দেশের চার মহানগরে কত হল জ্বালানির দাম।
আরও পড়ুন: FirstCry IPO: লিস্টিংয়েই দারুণ মুনাফা, এই IPO থেকে ১১৩ শতাংশ রিটার্ন ঘরে তুলল বিনিয়োগকারীরা