কলকাতা: ভারতে এখন যুবক-তরুণদের সংখ্যাই সবথেকে বেশি। আর এই যুবক-তরুণদের কর্মসংস্থান এবং স্বাবলম্বী করে তোলার জন্য, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য কেন্দ্র সরকার একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে যার নাম প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম। কর্পোরেট সেক্টরে কাজের অভিজ্ঞতা দেবে এই স্কিম। এখানে নাম নথিভুক্ত করালে এবং নির্বাচিত (PM Internship Scheme 2025) হলে বড় প্রতিষ্ঠিত কর্পোরেট সংস্থায় শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ পাবেন, কাজের অভিজ্ঞতা হবে এবং একইসঙ্গে মাসিক ৫ হাজার টাকা হিসেবে বৃত্তিও পাবেন আপনি। সম্প্রতি এই স্কিমে আবেদনের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র।
কত দিন পর্যন্ত করা যাবে আবেদন
অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যুবকদের সহায়তা দেওয়ার জন্যই মূলত এই স্কিম আনা হয়েছে কেন্দ্র সরকারের তরফে। এই স্কিমে যারা এখনও আবেদন করেননি তাদের জন্য বড় সুযোগ রয়েছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমে (PM Internship Scheme 2025) আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। ২০২৪-২৫ সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই প্রকল্পের ঘোষণা করেছিলেন।
এই প্রকল্পের অধীনে ২১ থেকে ২৪ বছর বয়সী যুবকদের কর্পোরেট সেক্টরে কাজের অভিজ্ঞতা দেওয়া হবে এবং এর জন্য কোনও ফি দিতে হবে না প্রার্থীকে। এর আগে এই স্কিমে আবেদনের শেষ তারিখ ছিল ৩১ মার্চ ২০২৫। এই সময়সীমা বাড়ানো হল কেন্দ্রের তরফে। যে সমস্ত প্রার্থীরা এই সময়ের মধ্যে আবেদন করতে পারেননি, তারাও এই সুযোগে আবেদন করে ফেলতে পারবেন।
কারা আবেদন করতে পারবেন
এই নিয়োগের মাধ্যমে ২১ থেকে ২৪ বছর বয়সী প্রার্থীরা এই স্কিমে শিক্ষানবিশ হিসেবে যোগ দিতে পারেন। প্রার্থীদের ন্যূনতম দশম শ্রেণি উত্তীর্ণ হয়ে থাকতে হবে। আর এর আগে কোনও পূর্ণ সময়ের চাকরিতে যোগ দিয়ে থাকলে সেই প্রার্থী এই স্কিমের জন্য নির্বাচিত হবেন না। পরিবারের বার্ষিক আয় হতে হবে ৮ লক্ষের কম। এমনকী প্রার্থীর পরিবারে কেউ সরকারি চাকরি করে থাকলেও এই স্কিমে নাম নথিভুক্ত করার সুবিধে পাবে না।
এই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে লেখা রয়েছে, 'ভারতের যুবক-যুবতীদের বাস্তব জগতের অভিজ্ঞতা এনে দিয়ে তাদের স্বাবলম্বী করে তুলবে এই প্রকল্প। অ্যাকাডেমিক শিক্ষা এবং প্রায়োগিক কাজের পরিবেশের আবহ তৈরি এবং উভয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে যুবক-যুবতীরা। আপনি যদি সদ্য স্নাতক হয়ে থাকেন বা আপনার শিক্ষা চলতে থাকে, এই স্কিম আপনার কর্মজীবনকে আরও উন্নত করতে সহায়তা করবে এই স্কিম'।