Govt Scheme: দেশের ৯.৭ কোটি কৃষকের অপেক্ষার এবার অবসান ঘটবে। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে এবার অ্যাকাউন্টে ঢুকবে ২০০০ টাকা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার (PM Kisan 20th Installment) অধীনে কৃষকদের অ্যাকাউন্টে এবার জমা হবে এই যোজনার ২০তম কিস্তির টাকা। বহুদিন ধরেই এই কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন কৃষকরা। আগামী শনিবার ২ অগাস্ট ২০২৫ তারিখে পিএম কিষাণ সম্মাননিধি যোজনার ২০তম কিস্তির ২০০০ টাকা ঢুকবে বলে জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফে।

আজ ৩০ জুলাই সকালেই পিএম কিষাণ সম্মাননিধির অফিসিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়, ‘এখন আর অপেক্ষার কিছু নেই। সব অপেক্ষার অবসান। উত্তরপ্রদেশের বারাণসী থেকে এবার আগামী ২ অগাস্ট ২০২৫ তারিখেই কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। এরপরে মেসেজের টোন শুনতে পেলেই বুঝবেন আপনার অ্যাকাউন্টে কিষাণ সম্মাননিধি যোজনার (PM Kisan 20th Installment) টাকা ঢুকে গিয়েছে।’ এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসেই এই যোজনার অধীনে ১৯তম কিস্তির টাকা পেয়েছিলেন কৃষকরা। তবে এও জানানো হয়েছে সরকারের তরফে যে এই কিস্তির টাকা পেতে হলে কৃষকদের ই-কেওয়াইসি করাতে হবে।

ই-কেওয়াইসি করানো না থাকলে এই কিস্তির টাকা পাবেন না কৃষকরা। এর জন্য বেনিফিসিয়ারি স্ট্যাটাস যাচাই করে দেখে নেওয়া জরুরি। এর পাশাপাশি গতকাল মঙ্গলবার আরেকটি বিবৃতিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানান যে আধারভিত্তিক অথেন্টিকেশন বা ইকেওয়াইসির ক্ষেত্রে ল্যান্ড সিডিং অর্থাৎ জমির সমস্ত নথি বা তথ্য বসানো জরুরি। যারা এই ই-কেওয়াইসি এখনও করেননি তাদের জন্য এই পরিষেবাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। যখনই আবার কৃষকরা তাদের ই-কেওয়াইসি সহ সমস্ত রকম যাচাইকরণ সম্পূর্ণ করবেন তাদের অ্যাকাউন্টে বকেয়া সহ সমস্ত টাকা ঢুকে যাবে।

বেনিফিসিয়ারি স্ট্যাটাস কীভাবে যাচাই করবেন

এর জন্য প্রথমেই আপনাকে যেতে হবে https://pmkisan.gov.in ওয়েবসাইটে

এখানে গিয়ে ‘Know Your Status’ অপশনে ক্লিক করতে হবে।

আধার নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর বসাতে হবে।

এরপরেই দেখে নিতে পারবেন যে বেনিফিসিয়ারি তালিকায় আপনার নাম রয়েছে কিনা।

এর মধ্যে ১৯টি কিস্তির টাকা দেওয়া হয়েছে সরকারের তরফে। এই বছর ফেব্রুয়ারি মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯তম কিস্তির টাকা দেন। এর মাধ্যমে দেশের ৯.৮ কোটি কৃষক (PM Kisan 20th Installment) উপকৃত হন যাদের মধ্যে আবার ২.৪ কোটি মহিলাও আছেন। এর আগে ১৮তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল আগের বছর অক্টোবর মাসে এবং ১৭তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল ২০২৪ সালের জুন মাসে।