PM Modi: আজ শনিবার ৫ অক্টোবর মহারাষ্ট্রে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মুম্বইতে বহু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। আর মুম্বই থেকেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৮তম কিস্তির ২০০০ টাকা কৃষকদের অ্যাকাউন্টে (PM Kisan Samman Nidhi Yojana) পাঠাবেন। এছাড়াও কৃষি ও পশুপালন সেক্টরে ২৩ হাজার কোটি টাকার একটি প্রকল্প উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এমনকী এর সঙ্গে বানজারা বিরাসত মিউজিয়ামও উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। তাছাড়া থানেতে ৩৮,২০০ কোটি টাকার প্রকল্প, অ্যারে থেকে বিকেসি পর্যন্ত মুম্বই মেট্রোর তৃতীয় লাইন উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী।
৯.৪ কোটি কৃষককে ২০ হাজার কোটি টাকা পাঠাবেন মোদি
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৮তম কিস্তি হিসেবে দেশের মোট ৯.৪ কোটি কৃষকের অ্যাকাউন্টে ২০ হাজার কোটি টাকা পাঠাবেন নরেন্দ্র মোদি। আর এই ১৮তম কিস্তি পাঠানোর মাধ্যমে এতদিন ধরে মোট ৩.৪৫ লক্ষ কোটি টাকা পাঠানো সম্পূর্ণ হবে কিষাণ যোজনায়। এছাড়া মুম্বইতে গিয়ে সেখানকার কৃষকদের জন্য আরও কিছু আর্থিক সহায়তা ঘোষণা করতে পারেন মোদি। নমো শ্বেতকরী মহাসম্মান নিধি যোজনার অধীনে আরও ২ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী। কৃষি পরিকাঠামো ক্ষেত্রে মুম্বইতে ৭৫০০ প্রকল্প উদ্বোধন করবেন মোদি যেগুলির মোট মূল্য ১৯২০ কোটি টাকা। এছাড়া ১৩০০ কোটি টাকার টার্নওভার সম্পন্ন ১৯২০টি ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন দেশের জন্য সমর্পিত করবেন তিনি।
সুবিধাভোগীর স্ট্যাটাস পরীক্ষা করবেন কীভাবে ?
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট - pmkisan.gov.in যান
এবার পৃষ্ঠার ডানদিকে 'Know Your Status' ট্যাবে ক্লিক করুন
আপনার রেজিস্ট্রেশন নম্বর লিখুন এবং ক্যাপচা কোড পূরণ করুন এবং 'Get Data' বিকল্পটি নির্বাচন করুন
এখানে আপনার সুবিধাভোগী স্ট্যাটাস স্ক্রিনে আসবে।
৫টি সৌরশক্তি প্রকল্প উদ্বোধন করবেন মোদি
আজ সকাল ১১টা ১৫ নাগাদ মোদির যাওয়ার কথা ওয়াশিমে, সেখানে জগদম্বা মাতা মন্দির দর্শন করে সন্ত সেবালাল মহারাজ ও সন্ত রামলাল মহারাজকে পুষ্প অর্পণ করে ৫টি সৌরশক্তি উৎপাদন প্রকল্প উদ্বোধন করবেন তিনি যেগুলিতে আগামীদিনে ১৯ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হবে। মুখ্যমন্ত্রী সৌর কৃষি বাহিনী যোজনার অধীনে এই প্রকল্প গড়ে তোলা হয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহেন যোজনার অধীনে পরিষেবা প্রাপকদের সম্মানিত করা হবে এদিনই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।