Budget 2025: ২০২৫-২৬ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে সম্ভবত আগামী ১ ফেব্রুয়ারি। এই দিনেই প্রতি বছর বাজেট পেশ হয়ে থাকে। আর এই বাজেটের প্রস্তুতি আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) দুটি বৈঠক সেরে ফেলেছেন। ৭ ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক ইউনিয়ন, কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন, এমনকী বিভিন্ন কৃষক সংগঠনের (PM Kisan Samman Nidhi Yojana) সঙ্গেও বৈঠক করেন তিনি। আর এর মাধ্যমে আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাশা দাবির (PM Kisan Yojana) কথা জানানো হয়।


কৃষকদের চাহিদার উপরে জোর


টানা ২ ঘণ্টার বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিবিড় আলোচনা করেন, কৃষকদের চাহিদা নিয়ে দীর্ঘ বিস্তারিত আলোচনা করেন। কৃষিক খাতের আর্থিক চাহিদা পুষ্ট করতে এবং কীভাবে এর মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে সহায়তা দেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হয়। কৃষিজ পণ্যের উৎপাদন বাড়াতে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিভিন্ন কৃষি সংগঠন, ভারত কৃষক সমাজের চেয়ারম্যান অজয় বীর জাখর বিনিয়োগকারীদের উপরেও জোর দেওয়ার চেষ্টা করেছেন।


কী কী মুখ্য দাবি রয়েছে


সবথেকে বেশি দাবি উঠেছে কৃষক সংগঠনগুলির থেকে তা হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার ভাতার টাকা দ্বিগুণ করে দিতে হবে। এতদিন পর্যন্ত বছরে ৬ হাজার টাকা ভাতা পাচ্ছিলেন কৃষকরা, এবার দাবি উঠেছে তা ১২০০০ টাকা করে দিতে হবে।


প্রধানমন্ত্রী ক্রপ ইনসিওরেন্স স্কিমের অধীনে ক্ষুদ্র কৃষকদেরও অন্তর্ভুক্ত করতে হবে। কোনো প্রিমিয়াম না দিয়েই যাতে ক্ষুদ্র কৃষকরা এই স্কিমে বিমা পেতে পারেন তার ব্যবস্থা করতে হবে।


এছাড়া কৃষকদের জন্য ঋণের উপর সুদের হার কমাতে হবে। এমনকী দাবি জানানো হয়েছে যাতে এই সুদের হার ১ শতাংশে নামিয়ে আনা হয়।


কৃষিজ পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য আগামী ৮ বছর পর্যন্ত প্রতি বছরে ১ হাজার কোটি টাকার বিনিয়োগ স্ট্রাটেজি নিতে হবে সরকারকে।  ফলে এবারের পূর্ণাঙ্গ বাজেটে কৃষক সম্মান নিধি যোজনায় ভাতার অঙ্ক বেড়ে হতে পারে ১২ হাজার টাকা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Pushpa 2: 'পুষ্পা ২'-র টিকিটে ২০০ টাকার ছাড়, ই-কমার্স সংস্থা দিচ্ছে বড় সুযোগ