Cyber Fraud Alert: ডিজিটাল যুগে (Digital Security) সাইবার নিরাপত্তা (Cyber Fraud) নিয়ে চিন্তায় ভুগছেন ? এবার অনলাইন জালিয়াতি (Online Fraud) রুখতে প্রধানমন্ত্রী(PM Modi) দিলেন টিপস। ভেবে দেখুন তো- আপনি মেনে চলেন কিনা ?


প্রতারণা রুখতে প্রধানমন্ত্রীর পরামর্শ
সম্প্রতি সাইবার জালিয়াতি রুখতে আমলাদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে তিনি আমালাদের প্রশ্ন করেছেন, “আপনি কি সারাদিনের কাজের পরে আপনার আইটি সিস্টেম থেকে লগ আউট করেন? আমি করি...সাইবার নিরাপত্তার জন্য এটা গুরুত্বপূর্ণ।" সিনিয়র আমলাদের কাছে একটি বৈঠকে সাইবার নিরাপত্তার বিষয়ে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী।


অফিস থেকে বেরোনোর আগে কী কী নজরে রাখতে বলেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী মোদি অফিসারদের বলেছেন, বাড়ি যাওয়ার আগে বা অফিস থেকে বেরোনোর সময় সব সিস্টেম লগ আউট হয়েছে কিনা আগে তা নিশ্চিত করুন। প্রতিটি অফিসে একজন ব্যক্তিকে দিনের শেষে ঘুরে ঘুরে এই কাজ দেখা উচিত। এর জন্য কোনও ব্যক্তিকে মনোনীত করা যেতে পারে।


প্রধানমন্ত্রী আমলাদের বলেছেন, তিনি যখন বাড়িতে যান-তখন তিনি নিজেই নিয়ম করে তাঁর সিস্টেম থেকে লগ আউট করেন। অফিসারদের প্রধানমন্ত্রী বলেছেন, খোলা সিস্টেমগুলি সাইবার আক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই এই ধরনের কাজ করবেন না। এই বিষয়ে মার্চ মাসে বিল গেটসের সঙ্গে সাইবার নিরাপত্তার বিষয়ে আলোচনার কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।  


প্রধানমন্ত্রীর পরামর্শের পরই নির্দেশিকা জারি
 প্রধানমন্ত্রীর বৈঠকের পরে মন্ত্রিপরিষদের কাছে সচিব একটি লিখিত বিবৃতি যায়। যেখানে মন্ত্রীদের কাজের পর আইটি সিস্টেমগুলি ঠিকঠাক বন্ধ হয়েছে বা লগ আউট করা হয়েছে কিনা তা দেখার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে সাইবার নিরাপত্তা রুখতে নির্দিষ্ট প্রোটোকলের কাথ বলা হয়েছে সেই নির্দেশিকায়। গত কয়েক বছরে সরকারি ব্যবস্থায় বেশ কয়েকটি সাইবার হামলার পরই সাইবার নিরাপত্তা সরকারের কাজে অগ্রাধিকারের বিষয় হয়ে দাঁড়িয়েছে।


আসন্ন বাজেটে এই নিয়ে বিশেষ বরাদ্দ ?
এই বছরের শুরুর দিকে অন্তর্বর্তীকালীন বাজেটেসাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C) এর জন্য বরাদ্দ কমপক্ষে 70 শতাংশ বাড়িয়েছে। যেখানে সাইবার কোঅর্ডিনেশন বাজেট 2022 সালের তুলনায় 900 শতাংশ বৃদ্ধি পেয়েছে। মূলত সাইবার নিরাপত্তার গুরুত্ব বুঝেই এই পদক্ষেপ নিয়েছে সরকার। গত বছর, আইসিএমআর-এ ডেটা ফাঁসের একটি বড় ঘটনা রিপোর্ট করে সংবাদমাধ্যম। যেখানে 80 কোটিরও বেশি ভারতীয়দের কোভিড -19 পরীক্ষার তথ্য অনলাইনে বিক্রি করা হয়েছিল।


আরও পড়ুন E-Challan Scam: ৪ হাজার মোবাইলে ফাঁদ পাতা, ১৬ লাখ টাকা খুইয়েছেন মানুষ ! নতুন জালিয়াতিকে ঘিরে আশঙ্কা