নয়া দিল্লি: উৎসবের মরসুমে GST উপহার। GST কাঠামোয় বড়সড় রদবদল করল GST পরিষদ। সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর শোনাল কেন্দ্রীয় সরকার। দাম কমবে নিত্য প্রয়োজনীয় একাধিক জিনিসের! এতদিন GST-র ৪টি স্ল্যাব ছিল। ৫%, ১২%, ১৮% এবং ২৮%। এবার ১২% এবং ২৮%-র স্ল্যাব পুরোপুরি তুলে দেওয়া হল। ফলে থাকল শুধু ৫% এবং ১৮% GST-র স্ল্যাব। নতুন যুক্ত হল GST-র ৪০%-র স্ল্যাব। নবরাত্রি শুরুর দিন অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকেই এই নতুন GST কাঠামো কার্যকর হবে।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'জিএসটির হার কমার সুবিধা দীর্ঘস্থায়ী হবে। কংগ্রেস জমানায় হোটেল বুকিংয়েও একাধিক কর নেওয়া হত। ভারতে চিকিৎসা অনেক ব্যয়বহুল ছিল। কংগ্রেস সরকার ডায়াগনসিস কিটের উপর ১৪% কর নিত। কংগ্রেস সরকার ৩১% কর নিত, এখন ১৮% GST। কৃষি সামগ্রীতেও প্রচুর কর নেওয়া হত কংগ্রেস জমানায়। জিএসটি শুধু কমেনি, জিএসটি সরলীকরণও করা হয়েছে। এতে যুবকদের আয় বাড়বে। ফিটনেস সামগ্রীতেও কর কমানো হয়েছে'।
GST কাঠামোর রদবদলে সাধারণ মানুষের জন্য় সবথেকে বড় স্বস্তির খবর হল এবার স্বাস্থ্যবিমা এবং জীবনবিমায় GST উঠে যাচ্ছে। স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে এতদিন ১৮ শতাংশ GST দিতে হত। ২২ সেপ্টেম্বর থেকে তা শূন্য হয়ে যাচ্ছে। একইভাবে জীবনবিমার প্রিমিয়ামেও এতদিন ১৮ শতাংশ GST দিতে হত। ২২ সেপ্টেম্বর থেকে তা-ও শূন্য হয়ে যাচ্ছে।
GST কাঠামোয় রদবদলের ফলে দাম কমছে একশো পঁচাত্তরটা নিত্যপ্রয়োজনীয় জিনিসের। GST পুরোপুরি মকুব করা হচ্ছে, ম্য়াপ, চার্ট, গ্লোব, পেনসিল, প্যাস্টেল, ক্রেয়ন, খাতা, নোটবুক এবং ইরেজারের উপর। চুলের তেল, শ্যাম্পু, টুথপেস্ট, সাবান, টুথব্রাশ, শেভিং ক্রিমের উপর আগে দিতে হত ১৮ শতাংশ GST. এখন তা দিতে হবে ৫ শতাংশ হারে। ঘি, মাখন এবং চিজের উপর কমছে GST। এয়ার কন্ডিশনার মেশিন, ৩২ ইঞ্চির বেশি টেলিভিশন, মনিটর, প্রজেক্টর, ডিশওয়াশিং মেশিনে GST কমবে। GST কমবে পেট্রোল চালিত গাড়ি, পেট্রোল হাইব্রিড LPG এবং CNG গাড়ির ক্ষেত্রে। এসব ক্ষেত্রে জিএসটি ২৮ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হচ্ছে। এর পাশাপাশি GST কমবে ডিজেল এবং ডিজেল-হাইব্রিড গাড়িরও। ২৮ শতাংশ থেকে কমে তা হবে ১৮ শতাংশ। ৩ চাকার গাড়ি, সাড়ে তিনশো সিসি বা তার কম মোটরবাইক ছোট গাড়ি পণ্য পরিবহণকারী গাড়ির GST কমছে। GST কমছে ট্র্য়াক্টরের টায়ার এবং যন্ত্রাংশ, ট্র্য়াক্টর, কৃষিকাজ, উদ্যান পালনের যন্ত্রের।
এই ঘোষণার পর নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় লিখেছেন, অত্য়ন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, GST-র হার কমানো এবং GST সংস্কারের ব্য়াপারে কেন্দ্রীয় সরকার যে প্রস্তাব দিয়েছিল, তা সর্বসম্মত মেনে নিয়েছে সমস্ত রাজ্য় এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নিয়ে গঠিত GST পরিষদ। এর ফলে সাধারণ মানুষ, মধ্যবিত্ত, মহিলা, যুব সম্প্রদায়, কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে জড়িতরা লাভবান হবেন।
নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে জীবনদায়ী ওষুধের দাম কমায় খুশি মধ্যবিত্ত। পাশাপাশি স্বাস্থ্য ও জীবনবিমায় জিএসটির হার শূন্য হওয়াতেও স্বস্তি আমজনতা।