Stock Market: আজ সপ্তাহের শেষ ট্রেডিং দিনে শুক্রবার পিএনবি হাউজিং ফিনান্স সংস্থার শেয়ারে ব্যাপক ধস নেমেছে। এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও গিরিশ কাউসগির পদত্যাগের পরেই এই সংস্থার শেয়ারে এত বিপুল ধস নেমেছে। বম্বে স্টক এক্সচেঞ্জে এই সংস্থার শেয়ারের (PNB Housing Finance Share) দাম ১৭ শতাংশেরও বেশি পড়ে গিয়েছে আর এখন এই দাম নেমে এসেছে ৮১০ টাকার স্তরে। আজ সকাল ৯টা ২৮ মিনিটে এই শেয়ারের দাম ১০ শতাংশ কমে হয়েছিল ৮৮৭.৬ টাকা।

২০২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সংস্থার তরফে ব্যাপক আয় ও মুনাফা প্রদর্শন করলেও হঠাৎ সিইও-র পদত্যাগের কারণে বিনিয়োগকারীদের (PNB Housing Finance Share) মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অনেক বিশ্লেষক আগে সংস্থার সাম্প্রতিক কর্মক্ষমতার মূল চালিকাশক্তি হিসেবে কাউসগির নেতৃত্বকেই দেখেছিলেন, আর আগেও সতর্ক করা হয়েছিল যে তাঁর পদত্যাগ বিনিয়োগকারীদের মনোভাবকে প্রভাবিত করতে পারে।

এই প্রতিষ্ঠানের বাইরে সুযোগ খোঁজার ইচ্ছে প্রকাশ করে বিগত ২৮ জুলাই গিরিশ কাউসগি তাঁর পদত্যাগপত্র জমা দেন। এর আগে সংস্থার ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ পেয়েছে যেখানে সংস্থার নিট মুনাফা ২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৩৪ কোটি টাকা হয়েছে। ইতিবাচক ফলাফল সত্ত্বেও বাজারে এই সংস্থার শেয়ারের দাম নেতৃত্বের অভাবের কারণে পতনে এসেছে। এই পদত্যাগের খবর প্রকাশ পাওয়ার আগে এই সংস্থার শেয়ার ট্রেড করছিল ৯৪৭ টাকায়, তবে বর্তমান স্তর এখনও ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর ৭৪৬ টাকার উপরেই রয়েছে।

শুক্রবার স্টক এক্সচেঞ্জের ফাইলিংয়ে সংস্থা (PNB Housing Finance Share) জানিয়েছে যে পিএনবি হাউজিং ফিনান্স আবার তাদের কৌশলগত ও ব্যবসায়িক অগ্রাধিকার ও সমৃদ্ধির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এর ভিত্তি স্থাপনে কাউসগি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আজ স্টক মার্কেট পরপর তিনদিন ধরে পতনে বন্ধ হয়েছে। সেনসেক্স ৫০০ পয়েন্ট নিচে এসে বন্ধ হয়েছে। 

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)