Poco গত মাসে বাজারে POCO X5 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এবার কোম্পানি তার লাইট ভেরিয়েন্ট অর্থাৎ POCO X5 5G বাজারে লঞ্চ করতে চলেছে। আজ ১২ টায় এই মোবাইল ফোনটি লঞ্চ হবে, যাতে আপনি ট্রিপল ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, নাইট মোড ও Snapdragon 665 প্রসেসরের সাপোর্ট পাবেন।


POCO X5 Pro 5G-তে আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। যাতে পাবেন 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এর সামনে আপনি একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন। স্মার্টফোনটি একটি 5000 mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে যাতে 33W দ্রুত চার্জিং সাপোর্ট পাবেন। 


এই মোবাইল ফোনটির বিশেষত্ব হল, এটি একবার চার্জ করলে ২১ ঘণ্টা পর্যন্ত ভিডিও চালাতে পারে। পাশাপাশি এটি 20 ঘণ্টা পর্যন্ত কল করতে পারে। 13 ঘণ্টা ভিডিও রেকর্ড করতে পারে এই ফোন। 142 ঘন্টা পর্যন্ত একটানা গান শুনতে পারবেন এই পোকোর ফোনে। আপনি সবুজ, নীল ও কালো রঙে স্মার্টফোনটি কিনতে পারবেন। Poco X5 5G Qualcomm Snapdragon 695 SoC ও 8GB RAM ও 256GB অভ্যন্তরীণ স্টোরেজ স্পেস পেতে পারে।


আপনি Poco-র অফিসিয়াল ওয়েবসাইট ও Flipkart-এর মাধ্যমে এই মোবাইল ফোন অর্ডার করতে পারবেন।


Poco X5 Pro 5G মূল্য
Poco X5 Pro 5G কোম্পানি 2টি স্টোরেজ বিকল্পে লঞ্চ করেছে। এটির একটি 6/128GB ও অন্যটি 8/256GB রয়েছে। 6/128GB ভেরিয়েন্টের দাম 22,999 টাকা ও  8/256GB ভেরিয়েন্টের দাম 24,999 টাকা রাখা হয়েছে। আপনি মোবাইল ফোনে 5000 mAh ব্যাটারি ও 108 মেগাপিক্সেল প্রধান ক্যামেরা পাবেন।


iQOO Z7 5G 1 মার্চ লঞ্চ হবে
IQ 21 মার্চ ভারতে iQOO Z7 5G স্মার্টফোন লঞ্চ করবে। এই স্মার্টফোনটি 20,000 টাকার মধ্যে লঞ্চ করা যেতে পারে। আপনি মোবাইল ফোনে MediaTek Dimension 930 SoC-এর সাপোর্ট পাবেন। এর সঙ্গে 44 ওয়াট ফাস্ট চার্জিং সহ 5000 mAh ব্যাটারি পাওয়া যাবে। ঘরে বসে অনলাইনের (ইউটিউব চ্যানেল) মাধ্যমে মোবাইল ফোনের লঞ্চ ইভেন্ট দেখতে পারবেন।


7th Pay Commission: করোনাকালের ১৮ মাসের ডিএ দেবে সরকার ? সংসদে এই জানালেন মন্ত্রী