India Post: সরকারি-বেসরকারি ব্যাঙ্কের ভিড়ে আজও সুদের বিষয়ে অনেকটাই এগিয়ে দেশের ডাকঘর(Post Office)। সেরা সুদের পাশাপাশি অর্থের নিশ্চিত নিরাপত্তার কারণে পোস্ট অফিসের ওপর আস্থা রাখেন প্রচুর মানুষ। বর্তমানে মুদ্রাস্ফীতির মধ্যেও গ্রাহকদের জন্য দারুণ স্কিম রয়েছে পোস্ট অফিসে। যেখানে দিনে ৩৩৩ টাকা বিনিয়োগ করে ১৬ লক্ষ টাকার মতো বিপুল অর্থ লাভ করতে পারেন আপনি । 


Post Office RD Scheme: আরডি স্কিম কী ?


পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (RD) স্কিম আপনার জন্য একটি ভাল বিকল্প। এই স্কিমে আপনাকে প্রতি মাসে RD স্কিমে Recurring Deposit Scheme) বিনিয়োগ করতে হবে। একে ডাকঘরে RD অ্যাকাউন্টও বলা হয়। আপনি প্রতি মাসে ১০,০০০ টাকা অর্থাৎ প্রতিদিন ৩৩৩ টাকা বিনিয়োগ করে ১০ বছরে একটি বিশাল তহবিল তৈরি করতে পারেন।


India Post: আপনি কত টাকা রাখতে পারবেন ?


১০ বছরের বেশি বয়সী যেকোনও নাবালক বা প্রাপ্তবয়স্ক পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি মাত্র ১০০ টাকা দিয়ে এই অ্যাকাউন্টে বিনিয়োগ শুরু করতে পারেন। এই স্কিমটি একটি সরকারি গ্যারান্টি স্কিমের সঙ্গে আসে। এতে কোনও বিনিয়োগের সর্বোচ্চ সীমা নেই। আপনি এতে যতখুশি পরিমাণ টাকা রাখতে পারেন।


Post Office RD Scheme: ৫ বছরে পূর্ণ হবে মেয়াদ


পোস্ট অফিস RD অ্যাকাউন্টটি ৫ বছর পরে বা খোলার তারিখ থেকে ৬০ বছরের মধ্যে ম্যাচিওর হয়৷ আপনি এই RD ১০ বছর পর্যন্ত বাড়াতে পারেন। চাইলে এই RD অ্যাকাউন্টটি ৩ বছর পরে বন্ধ করতে পারেন অ্যাকাউন্ট হোল্ডার। খাতা খোলার ১ বছর পরে আপনি এই অ্যাকাউন্ট থেকে ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারেন। পোস্ট অফিস আরডি অ্যাকাউন্ট টাকা জমা না দিয়ে ৫ বছর ধরে রাখা যেতে পারে।


India Post: কীভাবে পাবেন ১৬ লাখ ?


আপনি যদি ১০ বছরের জন্য পোস্ট অফিসের RD স্কিমে প্রতি মাসে ১০,০০০ হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে ১০ বছর পরে আপনি ৫.৮ শতাংশ হারে ১৬ লাখ টাকার বেশি পাবেন। সেই ক্ষেত্রে ১০ বছরে আপনার মোট আমানত হবে ১২ লক্ষ টাকা। আপনি আনুমানিক ৪.২৬ লক্ষ টাকা রিটার্ন পাবেন। মেয়াদপূর্তিতে মোট ১৬.২৬ লক্ষ টাকা পাবেন বিনিয়োগকারী।



আরও পড়ুন : Passport Update: পাসপোর্ট ছিঁড়ে গেলে বড় সমস্যা, সমাধান কী জানেন ?