Post Office RD Scheme: রেকারিং ডিপোজিট (RD) সবসময় সঞ্চয়ের ক্ষেত্রে একটি নিরাপদ বিনিয়োগ হিসাবে ধরা হয়। আপনিও যদি RD-তে বিনিয়োগ করতে চান, তাহলে পোস্ট অফিসের রেকারিং স্কিমে প্রতি মাসে মাত্র ১০০ টাকায় বিনিয়োগ শুরু করতে পারেন। ভারতীয় ডাক বিভাগের (India Post)রেকারিংয়ে সুদের হার বলছে, পোস্ট অফিস (Post Office)-এর আরডিতে ৫.৮ শতাংশ বার্ষিক সুদের সুবিধা পাওয়া যায়। তবে RD থেকে পাওয়া এই সুদের ওপর ট্যাক্স দিতে হবে। এই স্কিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তিন মাসের কমপাউন্ডিং বা চক্রবৃদ্ধির হারে এই সুদ দেওয়া হয়।


India Post : কত রিটার্ন পাওয়া যাবে ? আপনি যদি প্রতি মাসে মাত্র ১০০ টাকা হারে পোস্ট অফিসে একটি RD অ্যাকাউন্ট খোলেন, তাহলে ৫ বছরে (৬০ মাসে) আপনি মোট ৬০০০ টাকা জমা করতে পারবেন। ৫ বছর পর RD-র মেয়াদ শেষ হলে আপনি মোট ৬৯৭০টাকা পাবেন। অর্থাৎ সুদ হিসাবে মোট লাভ ৯৭০ টাকা।


Post Office RD Scheme: কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন ? পোস্ট অফিসের RD স্কিমে ১৮ বছরের বেশি বয়সী যেকোনও ব্যক্তি অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমে একটি যৌথ অ্যাকাউন্টও খোলা যেতে পারে। একজন নাবালকের অ্যাকাউন্টও একজন অভিভাবকের পক্ষে খোলা সম্ভব। ১০ বছরের বেশি বয়সী নাবালক থাকলে তার নামেও অ্যাকাউন্ট খোলা যাবে। এই স্কিমের অধীনে আপনি যত খুশি অ্যাকাউন্ট খুলতে পারেন।


India Post Update: ঋণ নেওয়ার সুবিধা ? আপনি পোস্ট অফিস আরডি স্কিমের মাধ্যমে ঋণ নেওয়ার সুবিধা নিতে পারেন। আপনি যদি এই স্কিমের অধীনে আপনার ১২টি কিস্তি জমা দিয়ে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্টে জমা অর্থের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারবেন। এই ক্ষেত্রে ঋণে আরডির সুদের থেকে ২ শতাংশ 
বেশি সুদ দিতে হবে। যদি RD-র মেয়াদ পর্যন্ত ঋণ শোধ না হয়, তাহলে ঋণ হিসাবে বাকি টাকা মেয়াদপূর্তির অর্থ থেকে কেটে নেওয়া হবে। 


Post Office RD Scheme: আমানতের পরিমাণ পোস্ট অফিসের RD স্কিমে বিনিয়োগ করতে আপনাকে প্রতি মাসে কমপক্ষে ১০০ টাকা জমা করতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট মাসের প্রথম ১৫ দিনের মধ্যে খোলা হয়, তাহলে আপনাকে টাকা এই প্রথম ১৫ দিনের মধ্যেই জমা দিতে হবে। আপনি যদি মাসের প্রথম ১৫ দিনের পরে অ্যাকাউন্ট খোলেন, তবে আপনাকে মাসের শেষ তারিখের আগে অ্যাকাউন্টে টাকা জমা দিতে হবে।


India Post Update:মেয়াদের আগে অ্যাকাউন্ট বন্ধের শর্তাবলী এই RD অ্যাকাউন্ট ৫ বছরের জন্য খোলা হয়। যাতে ৬০ মাস ধরে প্রতি মাসে অ্যাকাউন্টে টাকা জমা করতে হয়। আরডি অ্যাকাউন্ট খোলার ৩ বছর পরেই বন্ধ করা যেতে পারে। এর জন্য পোস্ট অফিসে আবেদন করতে হবে। অ্যাকাউন্ট বন্ধ করার পরেও যে সুদ আছে তা অ্যাকাউন্ট হোল্ডারের কাছেই থাকবে।


বিনিয়োগের নিরাপদ রাস্তা:  বিশেষজ্ঞদের মতে, কারও যদি সঞ্চয় করার ক্ষমতা কম থাকে তাহলে পোস্ট অফিস আরডি-র দিকে যাওয়া উচিত। যা তাঁর ক্ষেত্রে বিনিয়োগের সবচেয়ে নিরাপদ মাধ্যম হিসাবে প্রমাণিত হতে পারে। ১০০ টাকার খুব অল্প পরিমাণে বিনিয়োগের সুবিধার পাশাপাশি, জমা টাকার ওপর রয়েছে  সরকারি নিরাপত্তার সিলমোহর।