REC-PFC Share Price: গতকাল বৃহস্পতিবারের ট্রেডিং সেশনে বিদ্যুৎশক্তি উৎপাদনকারী সংস্থাগুলির শেয়ারের দামে বিপুল লাফ দেখা গিয়েছে। পিএসইউ কোম্পানি REC Limited এবং Power Grid Corporation-এর স্টকের দাম এদিন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। বিগত এক বছরে এই শেয়ারের দাম (Power Sector Stock) বিপুল রিটার্ন দিয়েছে তাঁদের বিনিয়োগকারীদের। এই সেক্টরের মধ্যে রয়েছে কিছু সরকারি সংস্থার স্টক, তাঁর সঙ্গে রয়েছে টাটা পাওয়ার, আদানি পাওয়ার ইত্যাদি।


২ বছরে ৫ গুণ রিটার্ন দিয়েছে REC Limited


গতকালের বাজারে সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা REC Limited-এর শেয়ারের দাম (Power Sector Stock) পৌঁছেছে সর্বোচ্চ উচ্চতায়। গতকাল এই সংস্থার স্টকের দাম ৫৫৭.৮০ টাকায় অর্থাৎ এর সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় এবং শেষে বাজার বন্ধের সময় ৫৫৩.৯০ টাকায় থামে। এর আগে ৫০৭ টাকায় ক্লোজিং দিয়েছিল এই স্টক, ফলে সেখান থেকে এর দাম বেড়েছে ৯.২২ শতাংশ। গত বছর এই শেয়ারের দাম ছিল ১৩৭ টাকার কাছাকাছি আর এখন ৫৫৭ টাকায় চলে এসেছে শেয়ারের দাম। এক বছরে ৩ গুণ রিটার্ন দিয়েছে এই স্টক। ২ বছরে REC Limited-র শেয়ারে বিনিয়োগকারীরা ৪৮৪ শতাংশ।


দাম বেড়েছে পাওয়ার গ্রিডের শেয়ারের


পাওয়ার গ্রিড কর্পোরেশনের স্টকও এদিন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। এই সংস্থার শেয়ার ৩১৭.২৫ টাকায় পৌঁছে যায় এদিন। আগের দিনের ক্লোজিংয়ের থেকে ৩.৮৯ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম। গত ৬ মাসে পাওয়ার গ্রিড কর্পোরেশনের স্টক থেকে বিনিয়োগকারীরা ৫৫ শতাংশ এবং ১ বছরে এই স্টক থেকে ৭৪ শতাংশ রিটার্ন পাওয়া গিয়েছে।


২ বছরে ৪০০ শতাংশ রিটার্ন দিয়েছে পাওয়ার ফিনান্স


পিএসইউ এনবিএফসি সংস্থা পাওয়ার ফিনান্স কর্পোরেশনের শেয়ারে দামেও বিরাট লাফ দেখা গিয়েছে। গতকালই এই শেয়ারের দাম বেড়েছে প্রায় ৬ শতাংশ। ৪৬৭.৮৫ টাকায় বন্ধ হয়েছে এই শেয়ার। পাওয়ার ফিনান্স সংস্থার সর্বোচ্চ দাম (Power Sector Stock) ছিল ৪৭৭.৮০ টাকা, ফলে সেখান থেকে খানিক দূরেই আছে এই স্টকের দাম। বিগত এক বছরে পাওয়ার ফিনান্সের শেয়ার থেকে ২৩৭ শতাংশ রিটার্ন এসেছে এবং ২ বছরে মোট ৪০০ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আরও পড়ুন: Stock Market Today: আজ বাজারে বাজি রাখুন এই তিন স্টকে, অবশ্যই জেনে নিন স্টপ লস, টার্গেট