PPF Account: পিপিএফে অ্যাকাউন্ট আছে ? বড় আপডেট দিল কেন্দ্র, এই পরিষেবা পাবেন বিনামূল্যে

PPF Account Update: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ''আমি সম্প্রতি খবর পেয়েছি পিপিএফ অ্যাকাউন্টে নমিনি বদল করা বা নমিনির বিবরণ আপডেট করার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলি ফি দাবি করছে।'

Continues below advertisement

PPF Account Update: পাবলিক প্রভিডেন্ট ফান্ডে অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড় স্বস্তির খবর রয়েছে। সরকার পিপিএফ অ্যাকাউন্টে নমিনির বদল করা বা নমিনির বিবরণ আপডেট করার জন্য আর কোনও পরিষেবা মূল্য বা সার্ভিস চার্জ (Service Charge) নেবে না। ভবিষ্যতের জন্য যারা ক্ষুদ্র আমানত সঞ্চয়ের জন্য পিপিএফে অ্যাকাউন্ট (PPF Account) খোলান, তাদের ক্ষেত্রে এই ঘোষণা আরও সুবিধেজনক হবে। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই ঘোষণা করেছেন।

Continues below advertisement

কী জানালেন অর্থমন্ত্রী

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ''আমি সম্প্রতি খবর পেয়েছি পিপিএফ অ্যাকাউন্টে নমিনি বদল করা বা নমিনির বিবরণ আপডেট করার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলি ফি দাবি করছে।' এই চার্জ তুলে নেওয়ার জন্য ২ এপ্রিলের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি সঞ্চয় প্রচার সাধারণ নিয়ম ২০১৮ আইনে সংশোধন করা হয়েছে। এবার থেকে পিপিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের নমিনির বিশদ বিবরণ আপডেট করার জন্য আর কোনও চার্জ দিতে হবে না।

একত্রে চারজনকে নমিনি নির্বাচিত করা যাবে

একটি গেজেট বিজ্ঞপ্তিতে সরকার কর্তৃক পরিচালিত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে নমিনি বাতিল বা বদল করার জন্য আগে ৫০ টাকা করে ফি ধার্য করা হত, সেই ফি এবার বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে সম্প্রতি পাশ হওয়া ব্যাঙ্কিং সংশোধনী বিল ২০২৫-এর অধীনে আমানতকারীদের অর্থ নিরাপদে রাখা, পণ্য ও নিরাপত্তা লকারের জন্য সর্বোচ্চ চারজন ব্যক্তিকে অ্যাকাউন্টে নমিনি হিসেবে নির্বাচন করতে পারবেন সমস্ত অ্যাকাউন্ট হোল্ডাররা।

মঙ্গলবার লোকসভায় পাশ হওয়া ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল ২০২৫-এ ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রে ৪ জনকে নমিনি মনোনীত করার বিকল্পতে অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে আমানতকারীরা নিজের সুবিধেমত একবারে ৪ জনকে অথবা একে একে ৪ জন নমিনিকে মনোনীত করতে পারবেন। তবে ব্যাঙ্কে লকার থাকলে সেক্ষেত্রে আমানতকারীরা ক্রমিক মনোনয়নের সুযোগ পাবেন নমিনিদের ক্ষেত্রে অর্থাৎ প্রাধান্যের ভিত্তিতে নমিনি মনোনয়ন করতে পারবেন তারা যাতে তাঁর অনুপস্থিতিতে লকারের সম্পদ বা অর্থ যথাযথভাবে পরিবারের লোকেদের বণ্টন করা যায়।

পরিবারের স্বার্থ রক্ষা করা হবে

আগের নিয়ম অনুসারে কোনও ব্যক্তি তাঁর পিপিএফ অ্যাকাউন্টে তাঁর দুই সন্তান ও বৃদ্ধ মাকে নমিনি মনোনীত করার জন্য আবেদন করতেন তাহলে তাঁকে ৫০ টাকা সার্ভিস চার্জ দিতে হত এবং এতজনকে একত্রে নমিনি নির্বাচন করাও যেত না। তবে এখন নয়া আইনে কোনও চার্জ ছাড়াই আপনি তিনজনকে একত্রে নমিনি মনোনীত করতে পারবেন।

Continues below advertisement
Sponsored Links by Taboola