31st March Deadline: পাবলিক প্রভিডেন্ট ফান্ড হোল্ডার হলে অবশ্যই  গুরুত্ব দিন এই নিয়মে। ৩১ মার্চের আগে এই অ্য়াকাউন্টে ন্যূনতম বিনিয়োগ করতেই হবে আপনাকে। এই কাজ না করতে পারলে হতে পারে আর্থিক ক্ষতি। 


আসলে, মার্চ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেক আর্থিক কাজের সময়সীমা চলে আসে। আপনি যদি একজন PPF হোল্ডার হন , তবে চলতি আর্থিক বছরে একবারে অ্যাকাউন্টে টাকা জমা করতেই হবে। এই কাজ করতে ব্যর্থ হলে আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে।


PPF Update: কত বিনিয়োগ প্রয়োজন ?
পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমের অধীনে প্রত্যেক অ্যাকাউন্টধারককে এক বছরে ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করার অনুমতি দেওয়া হয়। আপনি আয়করের ধারা 80C এর অধীনে এতে কর ছাড়ের সুবিধা পাবেন।  আপনি যদি সারা বছরে এই স্কিমে এক টাকাও বিনিয়োগ না করে থাকেন, তাহলে আজই এই কাজ করুন। অন্যথায় ৩১ মার্চের পরে আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে। এই অ্য়াকাউন্ট ফের সক্রিয় করতে আপনাকে প্রতি বছর ৫০ টাকা জরিমানা দিতে হবে। আপনি মেয়াদপূর্তির ১৫ দিন আগে পর্যন্ত এই অ্যাকাউন্টটি সক্রিয় করতে পারেন। মেয়াদপূর্তির পর অ্যাকাউন্ট সক্রিয় করা যাবে না।


Investment Plan: পিপিএফ অ্যাকাউন্টে কত সুদের হার
পাবলিক প্রভিডেন্ট ফান্ড হল সরকার পরিচালিত একটি স্বল্প সঞ্চয় স্কিম, যাতে আপনি ১৫ বছর পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এতে মেয়াদপূর্তিতে একটি বড় তহবিল পেতে পারেন আপনি। দেশের প্রতিটি নাগরিক এতে বিনিয়োগ করতে পারেন। এই অ্যাকাউন্টে ১৫ বছর পর্যন্ত বিনিয়োগ করা যায়। মেয়াদপূর্তির পর আপনি আপনার বিনিয়োগের সীমা ৫ বছরের জন্য বাড়াতে পারেন। এই অ্যাকাউন্টে বিনিয়োগ করলে অ্যাকাউন্টধারকরা ৭.১ শতাংশ সুদে পাবেন।


PPF অ্যাকাউন্ট জমার উপর ঋণ পাওয়া যায়
পিপিএফ অ্যাকাউন্টে জমার ওপর অ্যাকাউন্টধারকরা ঋণের সুবিধাও পান। টানা তিন বছর পিপিএফ-এ বিনিয়োগ করার পরে আপনি অ্যাকাউন্টে জমা করা মোট পরিমাণের ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ হিসাবে পেতে পারেন। একইসঙ্গে অ্যাকাউন্টে একটানা ৬ বছর বিনিয়োগ করার পর তা থেকে আংশিক টাকা তোলার সুবিধা পাওয়া যায়। মেয়াদপূর্তির আগে পিপিএফ অ্যাকাউন্ট থেকে কেবল জরুরি অবস্থায় অর্থ তুলতে পারবেন। আপনি আপনার পরিবার বা নিজের অসুস্থতার চিকিৎসা, বাচ্চাদের শিক্ষা ও বিয়ের খরচের জন্য পিপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন।


Aadhaar Card Update: আধার কার্ডে অনলাইনে বদল করতে পারবেন কী কী বিষয়, অফলাইনে হবে কী আপডেট