Sukanya Samriddhi Yojana: ফের বাড়তে পারে সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পে (Small Saving Schemes) সুদের হার (Interest Rates)। শীঘ্রই নতুন হার ঘোষণা করবে সরকার। জেনে নিন, এখন সুকন্যা সমৃদ্ধি (Sukanya Samriddhi Yojana), পিপিএফ (PPF) ছাড়াও এই প্রকল্পগুলিতে কত সুদ পাচ্ছেন আপনি।


মার্কিন মুলুকে কমেছে সুদের হার
 বিশ্বজুড়ে শুরু হয়েছে সুদের হার কমানোর প্রক্রিয়া। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কও মুদ্রা নীতি কমিটির বৈঠকে সুদের হার নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে। এই পরিস্থিতিতে, 2024-25 আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের জন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার সম্পর্কে সরকার এই মাসের শেষে কী সিদ্ধান্ত নেয় তার দিকে সকলের দৃষ্টি রয়েছে। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে  বিনিয়োগকারীরা কি স্বস্তি পাবেন নাকি সমস্যায় পড়বেন ?


30 সেপ্টেম্বর সুদের হার নিয়ে সিদ্ধান্ত
অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগ পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা সহ পোস্ট অফিস ডিপোজিট স্কিমের সুদের হার 2024-25 আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের জন্য অক্টোবর থেকে ডিসেম্বর 30 সেপ্টেম্বর 2024 তারিখে ঘোষণা করবে। চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের সুদের হারে কোনও পরিবর্তন হয়নি। একটি উচ্চ সম্ভাবনা রয়েছে যে, সরকার 1 অক্টোবর 2024 থেকে 31 ডিসেম্বর 2024 এর মধ্যে তৃতীয় প্রান্তিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হারে কোনও পরিবর্তন করবে না। এখন যেমন আছে তেমনই রাখা হবে। কিন্তু RBI দ্বারা সুদের হার কমানোর প্রক্রিয়া শুরু হওয়ার পরে সরকার স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির সুদের হারও কমাতে পারে এমন সম্ভাবনা রয়েছে।


সুকন্যা সমৃদ্ধি যোজনায় 8.2% সুদ
বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক ৮.২ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। পোস্ট অফিসে সেভিংস ডিপোজিটে ৪ শতাংশ, ১ বছরের মেয়াদি আমানতে ৬ দশমিক ৯ শতাংশ, ২ বছরের মেয়াদি আমানতে ৭ শতাংশ, ৫ বছরের আমানতে ৭ দশমিক ৫ শতাংশ এবং ৫ বছরের রিকারিং ডিপোজিটে ৬ দশমিক ৭ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। বর্তমানে, সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে 8.2 শতাংশ, জাতীয় সঞ্চয় শংসাপত্রে 7.7 শতাংশ এবং কিষাণ বিকাশ পত্রে 7.5 শতাংশ সুদ দেওয়া হচ্ছে। ৩ বছরের মেয়াদি আমানতে ৭.১ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।


হতাশ পিপিএফ বিনিয়োগকারীরা
সরকার গত দুই বছরে সমস্ত স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়িয়েছে, কিন্তু 2020-21 আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিক থেকে পিপিএফ-এর সুদের হারে কোনও পরিবর্তন হয়নি। যে কারণে বিনিয়োগকারীরা পাবলিক প্রভিডেন্টে বিনিয়োগ করছেন ফান্ড খুব হতাশ হয়েছে। আর এখন সুদের হার কমার সময় শুরু হতে চলেছে। অর্থাৎ উচ্চ সুদের যুগেও সরকার পিপিএফ-এর সুদের হার বাড়ায়নি। কিন্তু ক্ষুদ্র সঞ্চয় স্কিমগুলিতে বিনিয়োগকারী বিনিয়োগকারীরা এই প্রকল্পগুলির সুদের হার সম্পর্কে কী সিদ্ধান্ত নেয় তা দেখতে অর্থ মন্ত্রকের দিকে নজর রাখছে।


Elon Musk Meloni Dating: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ডেটিং করছেন ইলন মাস্ক ? প্রকাশ্য়ে দিলেন প্রতিক্রিয়া