PM Kisan Samman Nidhi: নতুন বছরের শুরুতেই মহিলা কৃষকদের বড় উপহার দিতে পারে মোদি সরকার (Modi Government)। এবার থেকে বছরে ১২ হাজার টাকা পেতে পারেন তাঁরা। শীঘ্রই এই ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। 


পিএম কিষাণ সম্মান নিধির আওতায় এই প্রকল্প
মহিলা কৃষকদের পিএম কিষাণ সম্মান নিধির টাকা দ্বিগুণ করতে চলেছে মোদি সরকার।সূত্রের খবর, এই প্রকল্প অনুযায়ী প্রতি বছর কেন্দ্রীয় সরকারের থেকে 12,000 টাকা পাবেন মহিলা কৃষকরা। বর্তমানে এই সম্মান নিধি আওতায় সারা দেশে কৃষকদের বার্ষিক 6000 টাকা দেওয়া হয়।


শীঘ্রই হতে পারে এই ঘোষণা
সূত্রের উল্লেখ করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে এই খবর। রিপোর্টে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার শীঘ্রই সম্মান নিধি দ্বিগুণ করার ঘোষণা করতে পারে। এর মাধ্যমে সরকার লোকসভা নির্বাচনে মহিলা ভোটারদের বড় সমর্থন পেতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারির অন্তর্বর্তী বাজেটে এই ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই সিদ্ধান্তের ফলে সরকারের ওপর প্রায় ১২ হাজার কোটি টাকার অতিরিক্ত দায় বর্তাবে।


দেশের ১১ কোটি কৃষক এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন
2019 সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি দেওয়ার ঘোষণা করেছিলেন। কেন্দ্রীয় সরকারের সংখ্যা বলছে, বর্তমানে দেশের ১১ কোটি কৃষক এই প্রকল্প থেকে উপকৃত হচ্ছেন। এখনও পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে নভেম্বর পর্যন্ত 15 টি কিস্তিতে 2.81 লক্ষ কোটি টাকা বিতরণ করা হয়েছে।


মহিলাদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পাবে
বার্কলে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের অর্থনীতিবিদ রাহুল বাজোরিয়ার মতে, কিষাণ সম্মান নিধি বৃদ্ধি হলে এর থেকে মহিলারা আরও বেশি উপকৃত হবেন। এতে তাদের অর্থনৈতিক শক্তিও বাড়বে। প্রতিবেদনের একটি সূত্র জানিয়েছে, কোনও সরকারি প্রকল্পে মহিলাদের দেওয়া নগদ সহায়তা দ্বিগুণ করার উদাহরণ নেই। এতে গ্রামীণ এলাকায় মহিলারা আত্মনির্ভর হবে। তবে এই খবরের বিষয়ে এখনও  কোনও মন্তব্য করেনি কৃষি মন্ত্রক। অর্থ মন্ত্রকের তরফেও খবরটি নিশ্চিত করা হয়নি।


মাত্র ১৩ শতাংশ মহিলারা জমির মালিক
বর্তমানে দেশে ২৬ কোটি কৃষক রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশের ১৪২ কোটি জনসংখ্যার মধ্যে মহিলাদের সংখ্যা প্রায় ৬০ শতাংশ। যদিও মাত্র ১৩ শতাংশই মহিলা জমির মালিক। এই মহিলাদের স্বনির্ভর করার জন্যই মোদি সরকার এই উদ্যোগ নিতে পারে।


PM Kisan Yojana: বাবা-ছেলে দুজনেই পেতে পারেন পিএম কিষাণ যোজনার সুবিধা, কী বলছে নিয়ম