IPL Income: এই বছর ২০২৫ সালের আইপিএল ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে পরাজিত হয়েছে প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংস ইলেভেন। ম্যাচের ফাইনালে হারের জন্য ৩৫ কোটি টাকার লোকসান হয়েছে অভিনেত্রীর। তবে আশ্চর্যের বিষয় ৩৫ কোটি টাকা (Preity Zinta) হেরেও এর ১০ গুণ অর্থাৎ ৩৫০ কোটি টাকা আয় হয়েছে প্রীতি জিন্টার। কীভাবে ?
২০০৮ সালে যখন প্রথম আইপিএল শুরু হয়, প্রীতি জিন্টা তখন ৩৫ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন এবং পঞ্জাব কিংস ইলেভেন দলের ২৩ শতাংশ শেয়ার কিনেছিলেন। কিন্তু এখন প্রীতি জিন্টার শেয়ার ১০ গুণ বেড়ে হয়েছে ৩৫০ কোটি টাকা।
১০ গুণ বেড়েছে শেয়ার
একটি সংবাদ প্রতিবেদন অনুসারে ২০২২ সালে পঞ্জাব কিংস ইলেভেন দলের মোট মূল্য ছিল ৯২৫ মিলিয়ন ডলার। এই হিসেবে যদি প্রীতি জিন্টার ২৩ শতাংশ শেয়ার বাদ দেওয়া হয় তাহলে তাঁর আয় হয় ৩৫০ কোটি টাকা। বলিউডের দুনিয়ায় বহু হিট ছবি দিয়েছেন প্রীতি জিন্টা। সেই প্রীতি জিন্টার মোট সম্পদের পরিমাণ এখন ১৮৩ কোটি টাকা। ২০২৪ সালে পঞ্জাব কিংস ইলেভেন দলের মোট রেভিনিউ আসে ৬৬৪ কোটি টাকা আর নেট মুনাফা হয় ২৫২ কোটি টাকা। আর তাঁর নিজের প্রডাকশন হাউজও রয়েছে। রিপোর্ট অনুসারে ব্র্যান্ড এনডোর্সমেন্টের জন্য প্রীতি জিন্টা ২ কোটি টাকা পর্যন্ত চার্জ করেন তিনি। অন্যদিকে রিয়েল এস্টেটেও তাঁর প্রচুর অর্থ বিনিয়োগ রয়েছে।
রিয়েল এস্টেট ও অন্যান্য এনডোর্সমেন্ট থেকে আয়
২০১৬ সালে জিন গুডএনাফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রীতি জিন্টা। তারপরে আমেরিকায় পাড়ি দেন তিনি। মুম্বইয়ের পালি হিলে ১৭ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে তাঁর। সিমলায় তাঁর নিজের একটি কোটি টাকা মূল্যের বাড়ি রয়েছে। মার্সিডিজ বেঞ্জ ই ক্লাস ওয়ার্থ সহ বিএমডব্লিউ এবং আরও অনেক বিলাসবহুল গাড়ি রয়েছে প্রীতি জিন্টার। কোনও একটি গাড়ির দাম ১.৩২ কোটি, আরেকটি গাড়ির দাম ৫৮ লক্ষ টাকা।
ফের পা রাখছেন ফিল্ম দুনিয়ায়
জানা যাচ্ছে সাত বছর বিরতিতে থাকার পরে ফের ফিল্মের দুনিয়ায় পা রাখতে চলেছেন প্রীতি জিন্টা। রিপোর্ট অনুসারে রাজকুমার সন্তোষীর ছবি 'লাহোর ১৯৪৭'-এ দেখা যাবে তাঁকে এবং এই ছবিতে অভিনয়ের জন্য তাঁকে নাকি ১০ কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে।