Waiting Ticket Rule: ১ মে থেকেই ভারতীয় রেলে (Indian Railways) শুরু হয়ে গিয়েছে এই পরিবর্তন। এবার থেকে ওয়েটিং টিকিটে (Waiting Ticket) বদলে গেছে নিয়ম। এই নিয়ম না মানলে দিতে হবে মোটা জরিমানা। 

Continues below advertisement

ভারতীয় রেল দেয় এই দুরন্ত পরিষেবা

প্রতিদিন ভারতে কোটি কোটি যাত্রী ট্রেনে ভ্রমণ করেন। এই যাত্রীদের জন্য রেল হাজার হাজার ট্রেন পরিচালনা করে। ট্রেনে ভ্রমণকারী বেশিরভাগ যাত্রী রিজার্ভেশন করে যাত্রা করতে পছন্দ করেন। কিন্তু সকল যাত্রী নিশ্চিত আসন পান না। অনেক সময়, অনেক যাত্রীর ওয়েটিং টিকিট তালিকায় চলে যায়।

Continues below advertisement

আপনি যদি ট্রেনে প্রায় ভ্রমণ করেন ও কখনও কখনও আপনার টিকিটও ওয়েটিংয়ে চলে যায়, তাহলে এই খবরটি আপনার কাজে আসবে। রেলওয়ে ওয়েটিং টিকিটে ভ্রমণের নিয়ম পরিবর্তন করেছে। এখন যদি ওয়েটিং টিকিটহোল্ডাররা এটি করেন, তাহলে তাদের মোটা জরিমানা দিতে হবে। আসুন আমরা আপনাকে বলি যে নিয়মে কী পরিবর্তন এসেছে।

ওয়েটিং টিকিটহোল্ডাররা যাত্রীদের জন্য নিয়মে পরিবর্তনভারতীয় রেলওয়ে আগে ওয়েটিং টিকিটহোল্ডারদের স্লিপার ও এসি কোচে ভ্রমণের অনুমতি দিত। কিন্তু এখন রেলওয়ে এর জন্য নিয়ম পরিবর্তন করেছে। এখন ওয়েটিং টিকিটহোল্ডাররা সংরক্ষিত কোচে ভ্রমণ করতে পারবেন। অর্থাৎ, যদি কেউ রিজার্ভেশন করে থাকেন তবেই পাবেন এই সুবিধা।

 টিকিট ওয়েটিং লিস্টে চলে গেলে আপনি স্লিপারে বা কোনও এসি কোচে ভ্রমণ করতে পারবেন না। যদি আপনি স্লিপার ও এসি কোচে ভ্রমণ করেন, তাহলে আপনাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। শুধু তাই নয়, টিটিই আপনাকে ধরে স্লিপার ও এসি কোচ থেকে বের করে দিতে পারে।

আপনাকে এতে জরিমানা দিতে হবেযদি আপনি ওয়েটিং টিকিটে ভ্রমণ করেন এবং আপনি একটি রিজার্ভড কোচে প্রবেশ করেন, তাহলে এর জন্য আপনাকে কোচ অনুসারে জরিমানা দিতে হবে। যদি আপনি ওয়েটিং টিকিটে এসি কোচে ভ্রমণ করেন, তাহলে আপনাকে ৪৪০ টাকা জরিমানা এবং পরবর্তী স্টেশন পর্যন্ত ভাড়া দিতে হবে।

ওয়েটিং টিকিটহোল্ডারদের কত জরিমানা

যদি আপনি স্লিপার কোচে ধরা পড়েন, তাহলে আপনাকে ২৫০ টাকা জরিমানা এবং পরবর্তী স্টেশন পর্যন্ত ভাড়া দিতে হবে। তাই এবার থেকে ওয়েটিং টিকিট হলে সাবধানে ট্রেনে যাতায়াত করুন। তাতে আপনাকে অন্তত জরিমানা দিতে হবে না।