Ration Card New Rule:  বদলে গেল রেশন কার্ডে চাল-গম পাওয়ার নিয়ম। এবার থেকে আগের তুলনায় কম চাল দেবে সরকার। তবে বাড়ানো হয়েছে গমের পরিমাণ। ১ নভেম্বর থেকে চালু হয়েছে এই নতুন নিয়ম। সেই ক্ষেত্রে রেশন দোকান কিছু কম দিচ্ছে কিনা জেনে নিন।
 
গরিবদের জন্য এরকম অনেক প্রকল্প চালায় সরকার
ভারত সরকার দেশের নাগরিকদের জন্য অনেক পরিকল্পনা চালায়। দেশের কোটি কোটি মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। বেশিরভাগ সরকারি প্রকল্প দেশের দরিদ্র ও অভাবী মানুষের জন্য করা হয়। ভারতে এখনও অনেক মানুষ আছেন, যারা নিজের জন্য দুবেলা খাবারের ব্যবস্থা করতে পারেন না। ভারত সরকার এই ধরনের লোকদের খুব কম দামে রেশন সরবরাহ করে।


এর জন্য ভারত সরকার মানুষকে রেশন কার্ড ইস্যু করে। যার উপর মানুষ কম দামে রেশন পায়। কিন্তু এখন সরকার ১ নভেম্বর থেকে রেশন কার্ডধারীদের জন্য নিয়ম পরিবর্তন করেছে। এখন রেশন কার্ডধারীদের পরিমাণে চাল দেওয়া হবে। জেনে নিন কেন এই পদক্ষেপ নিল সরকার।


এখন ভাত কম পাবেন
ভারত সরকার 1 নভেম্বর থেকে রেশন কার্ডধারীদের জন্য নিয়ম পরিবর্তন করেছে। চাল এবং গমের জন্য নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। আগে রেশন কার্ডে বিভিন্ন পরিমাণ রেশন পাওয়া যেত। আগে চাল দিত ৩ কেজি, গম দিত ২ কেজি। কিন্তু এখন সরকার এই নিয়ম পরিবর্তন করে চাল ও গমের পরিমাণ সমান করেছে।


অন্ত্যোদয় কার্ডে কত কী দেওয়া হচ্ছে 
এর অর্থ হল এখন রেশন কার্ডধারীদের রেশন কার্ডে 2 কেজির পরিবর্তে 2.5 কেজি গম এবং 3 কেজির পরিবর্তে 2.5 কেজি চাল দেওয়া হবে। সরকার অন্ত্যোদয় কার্ডে দেওয়া 35 কেজি খাদ্যশস্যও পরিবর্তন করেছে। আগে যেখানে অন্ত্যোদয় কার্ডে 14 কেজি গম এবং 30 কেজি চাল দেওয়া হত, এখন 18 কেজি চাল এবং 17 কেজি গম দেওয়া হবে। ১লা নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।


 ১ ডিসেম্বরের মধ্যে করুন এই কাজ, না হলে রেশন কার্ড বাতিল হবে
ভারত সরকার অনেক আগেই সমস্ত রেশন কার্ডধারীদের তাদের ই-কেওয়াইসি সম্পূর্ণ করার জন্য একটি নির্দেশ দিয়েছিল। সরকার আগে ই-কেওয়াইসি করার শেষ তারিখ হিসেবে ১ সেপ্টেম্বর নির্ধারণ করেছিল। কিন্তু তারপরও অনেক রেশন কার্ডধারী তাদের ই-কেওয়াইসি সম্পন্ন করেননি। এরপর এক মাস মেয়াদ বাড়িয়েছে সরকার।


কিন্তু ১ নভেম্বর পর্যন্তও অনেক রেশন কার্ডধারীর ই-কেওয়াইসি সম্পূর্ণ করা যায়নি। এখন ভারত সরকার ই-কেওয়াইসি করার তারিখ 31 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। যারা 31 ডিসেম্বরের মধ্যে তাদের ই-কেওয়াইসি সম্পূর্ণ করবেন না তাদের রেশন কার্ড বাতিল করা হবে।


Mutual Fund: এক বছরে ১০ লক্ষ টাকা হয়েছে ১৮ লাখ, এই মিউচুয়াল ফান্ডের নাম জানেন ?