নয়াাদিল্লি: সরকারকে উদ্বৃত্ত হিসেবে ২০১৯-২০ অ্যাকাউন্টিং ইয়ারে ৫৭,১২৮ কোটি টাকা হস্তান্তরের বিষয়ে অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই ) বোর্ড।
রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় বোর্ডের ৫৮৪ তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গভর্নর শক্তিকান্ত দাস।
বোর্ড কোভিড-১৯ অতিমারিজনিত অর্থনৈতিক প্রভাব প্রশমনের লক্ষ্যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, চলতি আন্তর্জাতিক, সেইসঙ্গে অভ্যন্তরীন চ্যালেঞ্জগুলি, ঋণনীতি, নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ রিজার্ভ ব্যাঙ্কের গৃহীত পদক্ষেপগুলি পর্যালোচনা করে।
আরবিআই এক বিবৃতিতে জানিয়েছে, অ্যাকাউন্টিং ইয়ার ২০১৯-২০ তে বোর্ড কেন্দ্রকে উদ্বৃত্ত হিসেবে ৫৭,১২৮ কোটি টাকা হস্তান্তর বোর্ড অনুমোদন করেছে।
সেইসঙ্গে একটি ইনোভেশন হাব গড়ে তোলার প্রস্তাবও কেন্দ্রীয় ব্যাঙ্ক বিবেচনা করেছে। গত বছরে কর্ম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং বার্ষিক রিপোর্ট ও ২০১৯-২০ র আরবিআইয়ের অ্যাকাউন্টসও অনুমোদিত হয়েছে।
রিজার্ভ ব্যাঙ্কের বোর্জ কন্টিজেন্সি রিস্ক বাফার ৫.৫ শতাংশ বহাল রাখারও সিদ্ধান্ত নিয়েছে।
২০২০-২১ এর কেন্দ্রীয় বাজেট অনুসারে, কেন্দ্রীয় ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে থেকে ডিভিডেন্ডের পরিমাণ ৬০ হাজার কোটি টাকা ধার্য হয়েছিল।