RBI Clean Note Policy: এবার থেকে টাকার ওপর কিছু লেখা থাকলেই বাতিল হবে নোট। নোংরা, সামান্য ছেঁড়া নোট নিতে আপত্তি না থাকলেও লেখা দেখলেই থাকবেন দূরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই খবর। যা নিয়ে এবার মুখ খুলেছে সরকার। কী বলেছে কেন্দ্র ?    


RBI Note Ban: লেখা দেখলেই নোট নিতে অস্বীকার করছেন ? 
সম্প্রতি এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ঘটছে এই ঘটনা। টাকায় কিছু লেখা থাকলেই নোটটি অবৈধ বলে ধরে নিচ্ছেন গ্রাহকরা। নোটবন্দির পর যা নিয়ে ফের শুরু হয়ে গেছে তোড়তোড়। যা নিয়ে এবার বক্তব্য তুলে ধরে তুলেছে কেন্দ্রীয় সরকার। অনেকেই বলছেন,ব্যাঙ্ক নোটে কিছু লেখা থাকার কারণে তা অবৈধ বা অকেজো বলে গণ্য হয়। যদিও এই নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। কিছু লোকের দাবি,এই ধরনের খবর পুরোপুরি মিথ্যে বা ভুয়ো।


RBI Clean Note Policy: কী বলছে ভাইরাল খবর 
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবরে বলা হয়েছে,রিজার্ভ ব্যাঙ্কের (RBI)নতুন নির্দেশিকা অনুসারে,একটি নোটে কিছু লেখা থাকলে তা বাতিল বলে গণ্য হবে। এই ভাইরাল বার্তায় বলা হয়েছে,ভারতীয়দের এই সমস্যার গুরুত্ব বোঝাতে যতটা সম্ভব বার্তাটি শেয়ার করতে। জেনে নিন, আদতে কতটা সত্য়ি এই খবর।


RBI Note Ban: কী বলছে পিআইবি ? 
এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক (PIB) শাখা রবিবার (8 জানুয়ারি, 2023) টুইটারে বিষয়টি স্পষ্ট করেছে। পিআইবি জানিয়েছে, এই বার্তা নিছক গুজব। এই দাবির কোনও সারবত্তা নেই। ফ্যাক্ট চেক-এ বলা হয়েছে,  নোটে লেখা থাকলেই টাকা বেআইনি হয়ে যায় না।


RBI Clean Note Policy: পরিষ্কার নোট নীতি কী
পরিষ্কার টাকা নিয়ে ইতিমধ্য়েই নিজেদের অবস্থান পরিষ্কার করেছে আরবিআই। রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, দেশের সাধারণ মানুষ লেনদেনে ভাল মানের ব্যাঙ্ক নোট (কাগজের মুদ্রা) পায়। সেই কারণে ক্লিন নোট নীতি নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই-এর তরফে জানানো হয়েছে, যেকোনও পরিস্থিতিতে দেশবাসী যেন ব্যাঙ্ক নোটগুলিকে স্টেপলার দিয়ে পিন না করে। এ ছাড়াও টাকার ওপর কিছু লিখতে, রাবার স্ট্যাম্প লাগাতে বা কোনও ধরনের চিহ্ন রাখতে না করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এখানেই শেষ নয়, মালা, খেলনা, প্যান্ডেল বা ধর্মীয় স্থান সাজাতে নোটের  ব্যবহার করতে নিষেধ করেছে RBI।


আরও পড়ুন : Cyber Fraud: প্রতারকদের নজরে আপনার কম্পিউটার ! এভাবে নিরাপদ রাখুন সিস্টেম