Home Loan EMI To Be Costly: উৎসবের মরসুমে বড় ধাক্কা খেলেন ঋণগ্রহীতারা। রেপো রেট বৃদ্ধির জেরে এক ধাক্কায় বাড়তে চলেছে ঋণের সুদ। আরও ব্যয়বহুল হতে চলেছে EMI। যে কারণে আপনার বাড়ির বাজেটেও পড়বে টান।  

এদিন রিজার্ভ ব্যাঙ্ক আর্থিক নীতি কমিটির বৈঠকের পর, চলতি বছরে টানা চতুর্থবারের মতো রেপো রেট ০.৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রেপো রেট ৫.৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৯০ শতাংশ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। আরবিআই-এর এই সিদ্ধান্তের পরে সরকারি থেকে বেসরকারি ব্যাঙ্ক ও হাউজিং ফিন্যান্স সংস্থাগুলি হোম লোনের সুদের হার বাড়াবে। যার পরে আপনার ইএমআই আরও ব্যয়বহুল হবে। গৃহঋণের সুদের হার বর্তমান স্তর থেকে ০.৫০ শতাংশ বৃদ্ধি এখন শুধু সময়ের অপেক্ষা।

Home Loan EMI Calculator: আরবিআই রেপো রেট বাড়ানোর প্রভাবRBI-এর রেপো রেট বাড়ানোর সিদ্ধান্তের পরে ব্যাঙ্কগুলি ও হাউজিং ফিন্যান্স সংস্থাগুলি ঋণে সুদের হার আরও ব্যয়বহুল করবে। এই ব্যয়বহুল ঋণের সবচেয়ে বড় ধাক্কা সহ্য করতে হবে গৃহঋণ গ্রহীতাদের। আরবিআই রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা এখন ৫.৯০ শতাংশে দাঁড়িয়েছে। তাই রেপো রেট যুক্ত ঋণ আরও ব্যয়বহুল হয়ে উঠবে। জেনে নিন, কত বাড়বে আপনার ইএমআই।

Home Loan EMI Calculator: ২০ লাখ গৃহঋণ হলেধরুন, আপনার ২০ বছরের জন্য ২০ লক্ষ টাকার হোম লোন ছিল। বর্তমানে আপনি ১৭,৫৪৭ টাকার সুদের হারে ৮.৬৫ শতাংশ ইএমআই দিচ্ছেন। কিন্তু রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর পরে সুদের হার হবে ৯.১৫ শতাংশ, যার উপর ১৮,১৮৮ টাকার ইএমআই দিতে হবে। আপনার ইএমআই ৬৪১ টাকা বেড়ে যাবে। যার জেরে আপনাকে পুরো বছরে ৭,৬৯২ টাকা বেশি ইএমআই দিতে হবে।

RBI Update: ৩০ লক্ষ টাকার গৃহঋণআপনি যদি ২০ বছরের জন্য ৩০ লক্ষ টাকার হোম লোন নিয়ে থাকেন, যার উপর আপনি বর্তমানে ৮.১০ শতাংশ হারে সুদ দিচ্ছেন, তাহলে আপনাকে বর্তমানে ২৫,২৮০ টাকার ইএমআই দিতে হবে। কিন্তু রেপো রেট বাড়ানোর পর এখন আপনাকে ৮.৬০ শতাংশ হারে সুদ দিতে হবে। যার উপর ২৬,২২৫ টাকার ইএমআই দিতে হবে। অর্থাৎ প্রতি মাসে ৯৪৫ টাকা বেশি ও এক বছরে আপনার পকেটে ১১,৩৪০ টাকার বোঝা বাড়তে চলেছে।

৫০ লাখ গৃহঋণআপনি যদি ১৫ বছরের জন্য ৫০ লক্ষ টাকার হোম লোন নিয়ে থাকেন, যার উপর ৮.৬০ শতাংশ সুদের হারে আপনাকে বর্তমানে ৪৯,৫৩১ টাকার ইএমআই দিতে হবে।  RBI-এর নতুন আর্থিক নীতির ফলে লোন আরও ব্যয়বহুল করার পরে, আপনার সুদের হার ৯.১০ শতাংশে বাড়বে। যার উপর EMI দিতে হবে ৫১,০১১ টাকা। এখন আপনাকে প্রতি মাসে ১৪৮০ টাকা বেশি EMI দিতে হবে। হিসেব অনুযায়ী এক বছরে আপনার পকেট থেকে  অতিরিক্ত ১৭,৭৮০ টাকার বোঝা বাড়বে।

আরও পড়ুন : Small Saving Schemes: কিষাণ বিকাশ পত্র, সিনিয়র সিটিজেন সেভিংসে বাড়ল সুদের হার