RBI: আর্থিক নীতি (RBI MPC Meeting) ঘোষণার দিনেই সুখবর শোনাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। এবার কোনও ধরনের বন্ধক ছাড়াই ২ লক্ষ টাকা ঋণ (Loan) পাবেন এঁরা। জেনে নিন, কাদের জন্য এই সুবিধার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।


এদের জন্য এই সুবিধা
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বড় স্বস্তির খবর শুনিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। শুক্রবার কৃষকদের জন্য বন্ধক-মুক্ত ঋণের সীমা ₹1.66 লক্ষ থেকে বাড়িয়ে ₹2 লক্ষ টাকা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। মনিটারি পলিসি কমিটির (এমপিসি) সভা শেষ হওয়ার পর গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, "কৃষি ইনপুট খরচ বৃদ্ধি এবং সামগ্রিক মুদ্রাস্ফীতিকে বিবেচনায় রেখে, বন্ধকমুক্ত কৃষি ঋণের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1.6 লক্ষ কোটি টাকা থেকে 2 লক্ষ টাকা ঋণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সুবিধা দেবে।" শীর্ষ ব্যাঙ্ক শীঘ্রই বন্ধক-মুক্ত ঋণ বৃদ্ধির প্রকল্পটি জানানোর জন্য একটি পৃথক সার্কুলার জারি করবে।


কী এই বন্ধকমুক্ত ঋণ
একটি বন্ধক-মুক্ত ব্যবসায়িক ঋণ হল একটি আর্থিক ব্যবস্থা , যেখানে কৃষকদের ঋণ পাওয়ার জন্য সিকিউরিটি হিসাবে সম্পদ বন্ধক রাখতে হবে না। শেষবার বন্ধকমুক্ত কৃষি ঋণের সীমা কেন্দ্রীয় ব্যাঙ্ক 2019 সালে সংশোধন করেছিল। যখন এটি 1 লক্ষ থেকে Rs. ১.৬ লাখ বাড়ানো হয়েছিল। ফেব্রুয়ারি 2019-এ আর্থিক পরিষেবা বিভাগও KCC/শস্য ঋণের জন্য প্রসেসিং, ডকুমেন্টেশন এবং লেজার ফোলিও চার্জ এবং অন্যান্য সমস্ত পরিষেবা চার্জ মওকুফ করেছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কষ্ট ও আর্থিক দুর্দশার কথা মাথায় রেখে এই ব্যবস্থা করা হয়েছে।


কোন কৃষকদের জন্য এই সুবিধা 
কিষাণ ক্রেডিট কার্ড (KCC) স্কিম মালিক চাষি, ভাড়া চাষি, ভাগচাষী এবং আরও অনেক বিভিন্ন কৃষক শ্রেণির জন্য সহজে ক্রেডিট অ্যাক্সেস নিশ্চিত করেছে সরকার। KCC স্কিম একটি ATM-সক্ষম RuPay ডেবিট কার্ড ইস্যু করার ব্যবস্থা করে। অন্যান্য বিষয়ের মধ্য়ে এতে এককালীন ডকুমেন্টেশনের সুবিধা সহ সীমার মধ্যে যেকোনও সংখ্যক টাকা তোলার সুবিধা রয়েছে । KCC সুবিধা নিজেই একটি ওভারড্রাফ্ট সুবিধা যা থেকে RuPay ডেবিট কার্ডের মাধ্যমে অনুমোদিত সীমা পর্যন্ত টাকা তোলা যায়।


আরও পড়ুন : Digital Fraud: লাখ-লাখ টাকা উধাও ! ডিজিটাল জালিয়াতি রুখতে MuleHunter আনল রিজার্ভ ব্যাঙ্ক, কী সুবিধা পাবেন আপনি ?