Repo Rate: আগামী দিনে আরও রেপো রেট কমতে পারে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগামীতে আরও কমাতে পারে রেপো রেট। ইতিমধ্যেই কনজিউমার প্রাইস ইনডেক্স মার্চ মাসে ৩.৩৪ পয়েন্টে নেমে এসেছে। বিগত বেশ কয়েক বছরে এটাই সবথেকে (Repo Rate) নিম্ন স্তর বলা চলে। এবারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি রিপোর্টে ধারণা (RBI Rate Cut) করা হয়েছে যে আগামী দিনে রেপো রেট আরও কমতে পারে। এমনকী ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যেই ১২৫ থেকে ১৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমতে পারে রেপো রেট।

গতকাল সোমবার এই রিপোর্ট প্রকাশ পেয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে আগামী জুন ও অগাস্ট মাসের রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতির বৈঠকে ৭৫ বেসিস পয়েন্ট পর্যন্ত রেপো রেট কমানো হতে পারে আর ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে আরো ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমতে পারে। রিজার্ভ ব্যাঙ্ক নিতে পারে এই সিদ্ধান্ত, ফলে ঋণের উপর সুদের হারে মিলতে পারে বড় ছাড়।

রেপো রেট আরও কমতে পারে

মনে রাখতে হবে এর আগে সাম্প্রতিক মুদ্রানীতির বৈঠকে রিজার্ভ ব্যঙ্ক বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও রেপো রেট কমিয়েছে ৫০ বেসিস পয়েন্ট হারে। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে কমানো হয়েছিল ২৫ বেসিস পয়েন্ট এবং বাকি আরও ২৫ পয়েন্ট কমানো হয়েছে এপ্রিল মাসের বৈঠকে। মার্চ মাসে বহু বছর ধরে সবথেকে কম মুদ্রাস্ফীতির হার থাকায়, আগামীতেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসতে পারে বলেই ধারণা করা হচ্ছে। আর তাই অগাস্ট মাসে এই রেপো রেট আরও ৭৫ বেসিস পয়েন্ট কমতে পারে। আগামী বছরের দ্বিতীয়ার্ধে আরও ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে এই সমীক্ষা।

মুদ্রাস্ফীতি আরও কমবে

এসবিআইয়ের এই রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে যে, আরও ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত রেপো রেট কমাতে পারে আরবিআই। কনজিউমার প্রাইস ইনডেক্স ভিত্তিক মুদ্রাস্ফীতি ২০২৫ সালের মার্চ মাসে নেমে এসেছে ৬৭ মাসের সর্বনিম্ন স্তর ৩.৩৪-এ। খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চলে আসায় এই মুদ্রাস্ফীতি ফের কমে গিয়েছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইকোনমিক রিসার্চ ডিপার্টমেন্টের তরফে 'ইনফ্লেশন অ্যান্ড রেট কাট ট্র্যাজেক্টরি' নামে একটি সমীক্ষায় বলা হয়েছে যে ২০২৫-২৬ অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার কমে আসবে ৯ থেকে ৯.৫ শতাংশে। মুদ্রাস্ফীতির আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে আর তাই রেপো রেট আরও কমতে পারে বলেই ধারণা করা হচ্ছে এই সমীক্ষায়। এভাবে প্রায় ১.২৫ শতাংশ রেপো রেট কমতে পারে আগামীতে।