RBI Monetary Policy 2022: আর কয়েক দিনের মধ্যেই ঘোষিত হবে রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি। বাজার বিশেষজ্ঞদের মতে, এবার পর্যালোচনা নীতির সিদ্ধান্তে ধাক্কা খেতে পারে সাধারণ মানুষ। মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির কয়েকদিন পর, আরবিআইও নীতিগত হার বাড়াতে পারে। অনুমান করা হচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ০.২৫ শতাংশ থেকে ০.৩৫ শতাংশ বাড়াতে পারে। মূদ্রাস্ফীতি ঠেকাতেই এই সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক। 


RBI Meeting : সভা শুরু হবে ৩ আগস্ট


কেন্দ্রীয় ব্যাঙ্ক ইতিমধ্যেই তাদের নরম আর্থিক অবস্থান থেকে ধীরে ধীরে সরে আসছে। রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটির (MPC) তিন দিনের বৈঠক ৩ অগাস্ট থেকে শুরু হচ্ছে। সভার ফলাফল ঘোষণা করা হবে ৫ অগাস্ট।


RBI Monetary Policy 2022: এখনও কত বেড়েছে রেট ?


দেশের খুচরো মুদ্রাস্ফীতির হার বলছে, রিজার্ভ ব্যাঙ্কের সন্তোষজনক হার ৬ শতাংশের ওপরে রয়েছে এই মান। এই পরিস্থিতিতে মে ও জুন মাসে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট যথাক্রমে ০.৪০ ও ০.৫০ শতাংশ বাড়িয়েছিল। এই রোপো রেট বৃদ্ধির ফলে রাতারাতি সুদের হার বাড়াতে বাধ্য হয়েছিল সরকারি,বেসরকারি ব্যাঙ্কগুলি।


Repo Rates: হার মহামারী পর্যায়ে পৌঁছে যাবে


বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় ব্যাঙ্ক চলতি সপ্তাহে মূল নীতির হারকে অন্তত প্রাক-মহামারী পর্যায়ে নিয়ে যাবে। আগামী মাসে তা আরও বাড়বে। MPC মিটের পর ৫ অগাস্ট রেপো রেট ০.৩৫ শতাংশ হারে বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। এমনই বলছে বোফা গ্লোবাল রিসার্চের প্রতিবেদন।  


এ বিষয়ে হাউজিং ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা তথা চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ধ্রুব আগরওয়াল বলেছেন, ''আমেরিকা সহ বিশ্বের অন্যান্য দেশের ব্যাঙ্কিং নিয়ন্ত্রকরা আগ্রাসীভাবে সুদের হার বাড়াচ্ছে, যদিও ভারতে পরিস্থিতি এমন নয়। এখানে আগ্রাসীভাবে সুদের হার বাড়ানোর দরকার নেই। তিনি বলেন, আমাদের ধারণা কেন্দ্রীয় ব্যাঙ্কের সুদের হার ০.২০ থেকে ০.২৫ শতাংশ বাড়বে।