মুম্বই: করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন ঘিরে উদ্বেগের মধ্যে ঋণনীতি অপরিবর্তিই রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। বুধবার ঘোষিত ঋণনীতিতে স্থিতাবস্থাই বজায় রাখল কেন্দ্রীয় ব্যাঙ্ক। এই নিয়ে টানা নয় বার সুদের হার অপরিবর্তিত রাখল আরবিআই। মানিটারি পলিসি কমিটি (এমপিসি) রেপো রেট অপরিবর্তিত রাখল। রেপো রেট থাকল ৪ শতাংশই। এক্ষেত্রে কমিটি সংবেদনশীল অবস্থানই নিল।
ওমিক্রন ভ্যারিয়েন্ট ঘিরে অর্থনৈতিক ক্ষেত্রে অনিশ্চয়তার মধ্যে গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বাধীন রিজার্ভ ব্যাঙ্কের ছয় সদস্যের এমপিসি এদিন ঋণনীতি ঘোষণা করেছে। এমএসএফ রেট ও ব্যাঙ্ক রেট ৪.২৫ শতাংশই রাখা হয়েছে। রিভার্স রেপো রেট থাকছে ৩.৩৫ শতাংশই।
শক্তিকান্ত দাস জানিয়েছেন, ২০২১-২২ অর্থবর্ষের প্রথমার্ধে জিডিপি ১৩.৭ শতাংশ হারে বেড়েছে। এই পর্বে মুদ্রাস্ফীতির হার সংক্ষিপ্ত সময় বেড়ে যাওয়া ছাড়া মোটামুটিভাবে লক্ষ্যমাত্রার সঙ্গে সাজুয্য রেখেছে।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেছেন, পেট্রোল ও ডিজেলে সাম্প্রতিক মূল্যহ্রাস চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হয়েছে। এতে ক্রয় ক্ষমতার বৃদ্ধির মাধ্যমে চাহিদার বৃদ্ধি ঘটেছে। অগাস্ট থেকে সরকারি খরচও বেড়েছে। যা সামগ্রিক চাহিদার ক্ষেত্রে সহায়ক হয়েছে।
বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে যে সুদের হারে আরবিআই অর্থ ঋণ দেয়, তা হল রেপো রেট। রিভার্স রেপো রেট হল, ব্যাঙ্কগুলি থেকে যে সুদের হারে অর্থ নেয় আরবিআই। কেন্দ্রীয় ব্যাঙ্ক ২০২১-২২ প্রকৃত আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাস ৯.৫ শতাংশই রেখেছে। এরমধ্যে তৃতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির হার ৬.৬ শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে ৬ শতাংশ। ২০২২-২৩ এর প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধির হারের পূর্বাভাস ১৭.২ শতাংশ এবং দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য ৭.৮ শতাংশ।