UPI New Update: Phone Pe বা Google Pay ব্যবহারকারীদের জন্য সুখবর দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। এবার থেকে এক লপ্তে আরও বেশি টাকা লেনদেন (Online Money Transaction) করতে পারবেন আপনি। পাশাপাশি রেপো রেটেও (Repo Rate) করা হয়নি কোনও পরিবর্তন। ফলে একদিনে দুই ভাল খবর শোনাল কেন্দ্রীয় ব্যাঙ্ক(Reserve Bank)।  


দুই জায়গায় বাড়ানো হল লেনদেনের সীমা
 ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দেশে UPI-এর ব্যবহার প্রচারের জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কারণে প্রতি মাসে UPI লেনদেনের সংখ্যা বাড়ছে। RBI অফলাইন লেনদেনের জন্য UPI-তে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার নিয়ে প্রচার চালাচ্ছে। শুক্রবার কেন্দ্রীয় ব্যাঙ্কের মানিটারি পলিসি মিটিংয়ের শেষে আরবিআই গভর্নর শক্তি কান্ত দাস বলেন, রেপো হারে কোনও পরিবর্তন করা হচ্ছে না। এবার থেকে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে UPI লেনদেনের সীমা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হল।


UPI-এর মাধ্যমে ৫ লক্ষ টাকা পাঠাতে পারবেন এই জায়গাগুলিতে
RBI-এর নতুন সিদ্ধান্তের পর, এখন UPI-এর সাহায্যে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে আরও বেশি টাকা পাঠানো যাবে। নতুন নীতি অনুসারে, এখন এই জায়গাগুলিতে প্রতি লেনদেন 1 লক্ষ টাকার পরিবর্তে UPI-এর মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া যাবে। রিজার্ভ ব্যাঙ্কের আশা, নতুন এই সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানগুলিতে UPI-এর ব্যবহার আরও বাড়বে। হাসপাতালের বিল এবং স্কুল-কলেজের ফি পরিশোধে যে সমস্যা তৈরি হয় তা কমবে।


ঋণের ইএমআই-তে কোনও স্বস্তি নেই
রিজার্ভ ব্যাঙ্ক মুদ্রানীতিতে রেপো রেট এবং অন্যান্য নীতিগত হারে কোনও পরিবর্তন করেনি। যার ফলে ঋণের ইএমআই-তে কোনও স্বস্তির খবর এল না। যেহেতু RBI-এর মুদ্রানীতিতে রেপো হারে কোনও পরিবর্তন নেই, তাই ব্যাঙ্কগুলি একই হারে ঋণ পাবে। এটা টানা চতুর্থবার যে রিজার্ভ ব্যাঙ্ক তার নীতিগত হারে কোনও পরিবর্তন করল না।


মুদ্রাস্ফীতির হার বড়ল ৫.৪০ শতাংশ
আজ রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসির বৈঠকে শেষে, শক্তিকান্ত দাস দেশের ভবিষ্যৎ  আর্থিক পরিস্থিতি নিয়ে মত প্রকাশ করেন। যেখানে তিনি বলেন, দেশে খুচরো মুদ্রাস্ফীতির হার 2024 সালের আর্থিক বছরে মাত্র 5.40 শতাংশ হবে। 2023 সালের আগস্টে,আরবিআই মুদ্রাস্ফীতির হারের পূর্বাঅনুমান কমিয়ে 5.40 শতাংশ করেছিল। সাম্প্রতিক সময়ে খাদ্যদ্রব্যের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। 


এছাড়া অপরিশোধিত তেলের দামেও ওঠানামা দেখা যাচ্ছে। তা সত্ত্বেও আরবিআই মূল্যস্ফীতির হারের অনুমান বাড়ায়নি। দাস বলেন, সাপ্লাই চেইনের মতো খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে আরও অনেক কারণ রয়েছে। মুদ্রাস্ফীতির একটি পূর্বানুমান দেওয়ার সময়, কেন্দ্রীয় ব্যাঙ্ক 2024 সালের তৃতীয় ত্রৈমাসিকে মূল্যস্ফীতির হার 5.6 শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে 5.20 শতাংশের পূর্বানুমান করেছে।


West Bengal Gold Price Today : বিয়ের মরশুমে আবারও চড়ল সোনার দাম, একটু সস্তা রুপো, দেখুন আজকের রেটকার্ড